সমাজ বিজ্ঞানের জনক কে | Who is the father of social science?

5/5 - (17 votes)

Who is the father of social science? | সমাজ বিজ্ঞানের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, সমাজ বিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

This Question Also Answes:

  1. বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক কে? [adhunik somaj bigganer jonok ke]
  2. সমাজ বিজ্ঞানের আদি জনক কে? [somaj bigganer adi jonok k]
  3. সমাজ বিজ্ঞানের উৎপত্তি কত সালে? [somaj bigganer utpotti koto sale]
  4. সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
  5. সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি?
Who is the father of social science

[MCQ] প্রশ্নঃ সমাজ বিজ্ঞানের জনক কে | Who is the father of social science?

  • এরিস্টটল
  • হিপারছাস
  • আর্কিমিডিস
  • অগাস্ট কোঁৎ

উত্তরঃ অগাস্ট কোঁৎ ৷

সমাজ বিজ্ঞানের প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও ৷

উ : সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ ‘ Sociology ‘ শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ‘ Socius ‘ এবং গ্রিক শব্দ ‘ Logos ‘ এর সমন্বয়ে । Socius শব্দের অর্থ সমাজ আর Logos শব্দের অর্থ অধ্যয়ন বা বিজ্ঞান । সুতরাং বুৎপত্তিগত অর্থে সমাজ বিজ্ঞান হলো Science of Society বা সমাজের বিজ্ঞান । সমাজের মানুষের উৎপত্তি , ক্রমবিকাশ , আচার – আচরণ , রীতিনীতি ধ্যান ধারণা প্রভৃতি সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে ।

প্রশ্নঃ বাংলাদেশে সমাজবিজ্ঞানের পঠন – পাঠন শুরু হয় কত সালে ?

উ : ১৯৫৭ সাল থেকে ।

প্রশ্নঃ সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উঃ সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৯ সালে সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন ।

প্রশ্নঃ মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞানের কি সংজ্ঞা দিয়েছেন ?

উ : সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ ব্যাপকতর অর্থে মানবিক ক্রিয়া – প্রতিক্রিয়া ও সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে তাঁর ‘ Sociology ‘ নামক গ্রন্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন , সমাজবিজ্ঞানে মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং অবস্থা ও পরিণতি সম্পর্কে আলোচনা করা হয় ।

প্রশ্নঃ অগবার্ন ও নিমকফ প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখ ।

উ : সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ তাদের ‘ A Handbook of Sociology ‘ নামক গ্রন্থে বলেন ‘ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন ।

প্রশ্নঃ ফ্রাঙ্কলিন এইচ গিডিংস সমাজবিজ্ঞানকে কি বলেছেন ?

উ : ফ্রাঙ্কলিন এইচ গিডিংস তাঁর সংজ্ঞায় সমাজবিজ্ঞানকে মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান বলেছেন ।

প্রশ্নঃ ম্যাকাইভার সমাজবিজ্ঞানের সংজ্ঞায় কি বলেছেন ?

উ : ম্যাকাইভার সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন- সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে পাঠ দান করে ।

প্রশ্নঃ সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কখন ?

উ : ১৮৯০ সালে । সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার পূর্বে শিল্পবিপ্লব ও ফরাসি বিপ্লব এ দুটি ঘটনা বিদ্যমান ছিল ।

প্রশ্নঃ কে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক গবেষণার সূত্রপাত করেন ?

উঃ অগাস্ট কোঁৎ

প্রশ্নঃ সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা পালন করে ?

উঃ ইংল্যান্ডের শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব ।

  • বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অধ্যাপক ড. নাজমুল করিমকে ৷

  • সমাজ বিজ্ঞানের আদি জনক কে?

    উত্তরঃ সমাজ বিজ্ঞানের আদি জনক ইবনে খালদুন ৷

  • সমাজ বিজ্ঞানের উৎপত্তি কত সালে?

    উত্তরঃ সমাজ বিজ্ঞানের উৎপত্তি ১৮৩৯ সালে

  • সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?

    উত্তরঃ সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় সমাজ কাঠামো৷

  • সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি?

    উত্তরঃ সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Sociology ৷