সমাজকর্মের জনক কে | Who is the father of social work?

Who is the father of social work
5/5 - (17 votes)

Who is the father of social work? | সমাজকর্মের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, সমাজকর্মের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

This Question Also Answes:

  1. সমাজকর্মের পদ্ধতি কয়টি?
  2. সমাজকর্মের মৌলিক পদ্ধতি?
  3. বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত কে?
  4. সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
  5. কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
  6. সমাজকর্মের founding mother কে?
Who is the father of social work

[MCQ] প্রশ্নঃ সমাজকর্মের জনক কে | Who is the father of social work?

  • জন অ্যাডামস
  • কার্ল মার্কস
  • অগাস্ট কোঁৎ
  • আইজ্যাক নিউটন

উত্তরঃ জন অ্যাডামস ৷

সমাজকর্মের জনক জন অ্যাডামস । সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ ।

সমাজ বিজ্ঞানের প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ সমাজকর্ম বলতে কি বুঝ ?

উ : সমাজকল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হলো পেশাদার সমাজকর্ম/ social work । এটি এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয় । UNO এর মতে , “ সমাজকর্ম এমন এক ধরনের কার্যাবলি যা ব্যক্তি ও তার পরিবেশের মধ্যে সুসামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক সৃষ্টি দ্বারা তাদের সাহায্য করতে চায় । হার্বার্ট বিসনো বলেন , “ সমাজকর্ম হচ্ছে সেই সেবা ব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকরী অংশগ্রহণের ক্ষেত্রে যেসব সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে সেগুলো দূরীকরণে মানুষকে একক কিংবা দলীয়ভাবে সাহায্য করে ।

প্রশ্নঃ সমাজকর্মের বৈশিষ্ট্য সমূহ কি কি।

উ : সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা । এটি সাহায্যকারী পেশা হিসেবে মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে সে আত্মনিয়ন্ত্রণ অধিকার লাভে সুযোগ পায় । সমাজকর্মের বৈশিষ্ট্য হলো

  • ১. আধুনিক সমাজকর্মের দৃষ্টিভঙ্গি বিজ্ঞাননির্ভর । এখানে কুসংস্কারের কোনো স্থান নেই ।
  • ২. আধুনিক সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো সুসংগঠিত সাহায্য দান পদ্ধতি ৷
  • ৩. মানুষকে সক্ষম করে তোলা আধুনিক সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।
  • ৪. সমাজকর্ম কার্যক্রম কোনো বিশেষ শ্রেণি বা দলের জন্য নয় । সমাজের সকল শ্রেণি বা দল অর্থাৎ , ছোট – বড় , উঁচু – নিচু , ধনী – গরিব , সাদা এর অন্যতম বৈশিষ্ট্য । কালো প্রভৃতি সকল মানুষের কল্যাণ সাধন করা
  • ৫. সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে । কিভাবে বৈষয়িক ও অবৈষয়িক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজই মানুষের সমস্যা সমাধান করা হয় তার ব্যবস্থা করে থাকে সমাজকর্ম ।

প্রশ্নঃ ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও ।

উ : ফ্রিডল্যান্ডারের মতে , “ সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন এক পেশাদার সেবাকর্ম , যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে ।

প্রশ্নঃ সমাজকর্মের মিশন তিনটি কি কি ?

উ : সমাজকর্মের তিনটি মিশন হলো- ১. সেবা বা যত্ন ; ২. নিরাময় এবং ৩. সামাজিক পরিবর্তন ।

প্রশ্নঃ সনাতন সমাজকল্যাণ কি ?

উঃ সনাতন পদ্ধতিতে যেসব সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো তাকে সনাতন সমাজকল্যাণ বলা হয় ।

প্রশ্নঃ উন্নয়নমূলক সমাজকর্ম কি ?

উঃ সমাজ বা পরিবেশকে উন্নয়ন ও সমৃদ্ধশালী করণের মাধ্যমে সমস্যা যাতে উদ্ভব না হয় , তার ব্যবস্থাকরণই উন্নয়নমূলক সমাজকর্ম । যেমন- দারিদ্র্য সৃষ্টির পূর্বে কর্মসংস্থান ।

প্রশ্নঃ সমাজ কর্মের(social work) মূল লক্ষ্য কি ?

উ : সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে সমাজ ও মানুষের সার্বজনীন ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ।

  • সমাজকর্মের পদ্ধতি কয়টি?

    উত্তরঃ সমাজকর্মের পদ্ধতি ২টি

  • সমাজকর্মের মৌলিক পদ্ধতি?

    উত্তরঃ সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি। যথা-
    (১) ব্যক্তি সমাজকর্ম 
    (২) দল সমাজকর্ম 
    (৩) সমষ্টি সমাজকর্ম

  • বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত কে?

    উত্তরঃ বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত লিলিয়ান ওয়াল্ডকে বলা হয় ৷

  • ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

    উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। যথা:
    ক) ব্যক্তি,
    খ) সমস্যা,
    গ) স্থান বা প্রতিষ্ঠান,
    ঘ) পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী এবং
    ঙ) সমস্যা সমাধান প্রক্রিয়া।

  • কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?

    উত্তরঃ ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয় ৷

  • সমাজকর্মের founding mother কে?

    উত্তরঃ সমাজকর্মের founding mother বলা হয় লরা জেইন এডামস কে ৷