গণিতের জনক কে | Who is the father of mathematics?

5/5(17 votes)

Who is the father of mathematics? | গণিতের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, গণিতের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

This Question Also Answes:

  1. পাটিগণিতের জনক কে?
  2. বীজ গণিতের জনক কে?
  3. ত্রিকোণমিতির জনক কে?
  4. জ্যামিতির জনক কে?
  5. ক্যালকুলাস এর জনক কে?
  6. লগারিদম এর জনক কে?
  7. সংখ্যাতত্ত্ব জনক কে?
  8. শূন্যে আবিষ্কারক কে?
  9. সেটতত্ত্ব এর জনক কে?
Who is the father of mathematics

[MCQ] প্রশ্নঃ গণিতের জনক কে | Who is the father of mathematics?

  • পিথাগোরাস
  • হিপারছাস
  • আর্কিমিডিস
  • আল-খাওয়ারিজমি

উত্তরঃ আর্কিমিডিস ৷

Archimedes | আর্কিমিডিস ছিলেন একজন গ্রিক গণিতবিদ , পদার্থবিজ্ঞানী , জ্যোতির্বিদ , ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং আবিষ্কারক । আর্কিমিডিসকে বলা হয় গণিতশাস্ত্রের জনক(Father of Mathematics) । প্রাচীনকালের শ্রেষ্ঠ গণিতবিদ ও পদার্থবিদ । পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ গণিতবিদের মধ্যে তিনি তৃতীয় । তিনি সংখ্যাতত্ব ও বীজগণিতের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন । কিন্তু পদার্থবিদ্যা ও জ্যামিতিতে তার অবদান সবচেয়ে বেশি । প্রাচীন পদার্থবিদদের মধ্যে তিনিই সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে গণিত ও জ্যামিতির ব্যবহার শুরু করেন । তাঁকে অনুসরণ করেই পরবর্তীতে বিজ্ঞানীরা বিজ্ঞানের প্রায় সকল শাখাতে গণিতের ব্যাপক ব্যবহার শুরু করেন । তিনি গোলকের আয়তন , -এর মান , অসীম সিরিজের যোগফল ও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেন ।

গণিতের বিভিন্ন শাখার জনকঃ

  • পাটিগণিতের জনক কে?

    উত্তরঃ পাটিগণিতের জনক বলা হয় আর্যভট্র কে ৷

  • বীজ গণিতের জনক কে?

    উত্তরঃ বীজ গণিতের জনক মুসা আল খারিজমী

  • ত্রিকোণমিতির জনক কে?

    উত্তরঃ ত্রিকোণমিতির জনক হিপ্পারচাস ৷

  • জ্যামিতির জনক কে?

    উত্তরঃ জ্যামিতির জনক হলো ইউক্লিড ৷

  • ক্যালকুলাস এর জনক কে?

    উত্তরঃ ক্যালকুলাস এর জনক নিউটন ৷

  • লগারিদম এর জনক কে?

    উত্তরঃ লগারিদম এর জনক জন নেপিয়ার ৷

  • সংখ্যাতত্ত্ব জনক কে?

    সংখ্যাতত্ত্ব জনক পিথাগোরাস ৷

  • শূন্যে আবিষ্কারক কে?

    শূন্যে আবিষ্কারক হলেন ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র ৷

  • সেটতত্ত্ব এর জনক কে?

    সেটতত্ত্ব এর জনক জর্জ ক্যান্টর ৷