Who discovered the tuberculosis germ? | প্রিয় ভিউয়ার, যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
[M.C.Q] যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে?
Question: Who discovered the tuberculosis germ?
A. | রবার্ট কচ |
B. | ম্যাকলুহান |
C. | রোনাল্ড রস |
D. | ল্যাাভয়সিয়ে |
যক্ষ্মা কি?
যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি । মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের জীবাণুর আক্রমণে যক্ষ্মা হয় । এই জীবাণু টিউবারক্যাল ব্যাসিলাই নামেও পরিচিত । সাধারণত ফুসফুসে যক্ষ্মা হলেও দাঁত , নখ ও চুল ছাড়া শরীরের যে কোনো অঙ্গেই যক্ষ্মা হতে পারে । যক্ষ্মারোগীদের শতকরা ৮৫ ভাগই ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয় । বাকী শতকরা ১৫ ভাগ ফুসফুস বহির্ভূত যক্ষ্মারোগী ।
রবার্ট কচ যক্ষা জীবাণু আবিষ্কার করতে সক্ষম হন ৷ Robert Koch discovered the germ of tuberculosis.
কীভাবে যক্ষ্মারোগ ছড়ায়?
কফে জীবাণু আছে এমন ফুসফুসের যক্ষ্মারোগীর হাঁচি , কাশি , কথা বলা ও সশন্দ হাসির সময় তার মুখ থেকে নিঃসৃত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার মাধ্যমে লক্ষ লক্ষ যক্ষ্মাজীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে । রোগীর কাছে থাকা লোকজন শ্বাস – প্রশ্বাস নেয়ার সময় এই সব যক্ষ্মাজীবাণু বাতাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করার ফলে তারাও সংক্রামিত হয় । এই সংক্রামিত লোকদের মধ্যে শতকরা ১০ থেকে ১৫ জন সক্রিয় যক্ষ্মায় আক্রান্ত হয় । যক্ষাজীবাণু অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া জনিত রোগ যা মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখা যায় ৷
যক্ষ্মারোগীর সংজ্ঞাঃ উপযুক্ত পরীক্ষা – নিরীক্ষার পর যাদের শরীরে যক্ষ্মাজীবাণু আছে বলে নিশ্চিত প্রমাণিত হয় তাদেরই যক্ষ্মারোগী বলা হয় ।
যক্ষ্মারোগের শ্রেণীবিভাগঃ শরীরের আক্রান্ত অঙ্গ অনুযায়ী যক্ষ্মা দুই ধরনের । পালমুনারী বা ফুসফুসের যক্ষ্মা এবং এক্সট্রা পালমুনারি বা ফুসফুস বহির্ভূত যক্ষ্মা ।
-
যক্ষা কি ছোঁয়াচে রোগ?
উত্তর: হ্যা, যক্ষা ছোঁয়াচে রোগ ৷ যক্ষা বা টিবি রোগ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছড়ায় এবং দেহে প্রবেশ করে প্রথমে ফুসফুসে আশ্রয় নেয়। ফুসফুস ছাড়াও অন্য অঙ্গ আক্রান্ত হতে পারে আর অঙ্গ আক্রান্ত হলে সেখানে প্রথমে ফুলে ওঠে ৷
-
যক্ষা রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ যক্ষ্মা হচ্ছে একটি বায়ুবাহিত ছোঁয়াচে ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি ৷ যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস ৷
-
যক্ষা রোগের প্রতিষেধক টিকার নাম কি?
উত্তরঃ বিশ্বগ্রামের যক্ষা হলে এক সময় মনে করা হতো মৃত্যু নিশ্চিত ৷ কেননা, তখন এ রোগের প্রতিষেধক বাহির করতে সক্ষম হয়নি । অনেক বছর পর অক্লান্ত পরিশ্রমের পর এ রাজরোগের প্রতিষেধক বাহির হয় ৷ যক্ষা রোগের প্রতিষেধক টিকার নাম হলো বিসিজি টিকা ৷
-
যক্ষা রোগের টিকা কে আবিস্কার করেন?
উত্তরঃ যক্ষা রোগের টিকা আলবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন আবিস্কার করেন ৷