[MCQ] হিসাব বিজ্ঞানের জনক কে | Who is the father of accounting?

Who is the father of accounting? | হিসাব বিজ্ঞানের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

হিসাব বিজ্ঞানের জনক কে | Who is the father of accounting

[MCQ] প্রশ্নঃ হিসাব বিজ্ঞানের জনক কে? | Who is the father of accounting?

  • এডাম স্মিথ
  • থ্যালিস
  • লুকা প্যাসিওলি
  • পল স্যামুয়েলসন

উত্তরঃ লুকা প্যাসিওলি ৷

লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় ৷ Luca Pacioli is called the father of accounting.

আরও পড়ুনঃ

হিসাববিজ্ঞানে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ

প্র : হিসাব কাকে বলে ?

উ : কোনো নির্দিষ্ট ব্যক্তি , প্রতিষ্ঠান , সমিতির সম্পত্তি , দায় , আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেন গুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে ।

প্র : হিসাব বিজ্ঞান বলতে কি বুঝ ?

উ : হিসাব ও বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বয়ে হিসাববিজ্ঞান শব্দটি গঠিত । হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে সনাক্ত করে , লিপিবদ্ধ করে এবং তা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে । হিসাববিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা । সহজ কথায় , কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ , লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীর নিকট সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলে ।

প্র : হিসাব বিজ্ঞানের জনক কে ?

উ : আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি । তিনি ছিলেন একজন ধর্মযাজক ও গণিতবিদ । তাঁর জন্ম ইতালিতে । আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম ১৫ শতকে ।

প্র : একক ব্যয় হিসাব পদ্ধতি কি ?

উ : যে সকল শিল্প প্রতিষ্ঠানে একই আকৃতির প্রকৃতির পণ্য বা ব্যাপকভাবে ধারাবাহিকভাবে উৎপাদিত হয় এবং উৎপাদনের প্রতিটা উপাদানের একক ব্যয় পৃথক পৃথকভাবে নির্ণয় করা হয় তাকে একক ব্যয় হিসাব বলে ।

প্র : হিসাব তথ্য কি ?

উ : হিসাব তথ্য বলতে লেনদেন , আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদনকে বুঝায় যা সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করা হয় ।

প্র : হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ?

উ : ব্যবস্থাপক , মালিক , অভ্যন্তরীণ নিরীক্ষক

  • হিসাব বিজ্ঞানের কাচামাল কি?

    উত্তরঃ লেনদেন

  • হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি?

    উত্তরঃ দুতরফা দাখিলা পদ্ধতি

  • আধুনিক হিসাব বিজ্ঞানের তিনটি c কি?

    উত্তরঃ ব্যয়, রক্ষণশীলতা, এবং সামঞ্জস্য।

  • আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়?

    উত্তরঃ ইতালিতে।

  • আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তক কে?

    উত্তরঃ লুকা প্যাসিওলি

  • হিসাব বিজ্ঞানের জনক কোন দেশের নাগরিক?

    উত্তরঃ ইতালির সানসিপলক্রোতে

  • আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন?

    উত্তরঃ পঞ্চদশ শতাব্দী

5/5(19 votes)
Scroll to Top