আমলাতন্ত্রের জনক কে | Who is the Father of Bureaucracy?

5/5 - (17 votes)

Who is the Father of Bureaucracy? | প্রিয় ভিউয়ার, আমলাতন্ত্রের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Who is the Father of Bureaucracy

[MCQ] প্রশ্নঃ আমলাতন্ত্রের জনক কে | Who is the Father of Bureaucracy?

  • এরিস্টোটল
  • নার্গস
  • হিপোক্রেটিস
  • ম্যাক্স ওয়েভার

উত্তরঃ ম্যাক্স ওয়েভার ৷

সভ্যতা ও আমলাতন্ত্র

সভ্যতার বিকাশের সাথে আমলাতন্ত্রের জন্ম ও বিকশিত হওয়ার প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান । সভ্যতার বিকাশের ধারায় যখন থেকে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তখন থেকে রাষ্ট্র পরিচালনার কাজে আমলাগোষ্ঠীর আবির্ভাব হয়েছে । আমলাগোষ্ঠীর আবির্ভাব প্রশাসনিক সংগঠন হিসেবে । প্রাচীন জনপদ মেসোপটেমিয়া , গ্রিস , রোম , মিশর , চীন ও ভারতবর্ষে এরূপ সংগঠনের অস্তিত্ব লক্ষ করা যায় । এই সংগঠনভুক্ত আমলারা ছিলেন রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ ।

রাষ্ট্রের সম্রাট বা রাজন্যবর্গ তাদের শাসনকার্য পরিচালনার প্রয়োজনে এই আমলা – কর্মচারীদের নিয়োগ করতেন । এসব কর্মচারীর প্রধান কাজ ছিল প্রজাদের কাছ থেকে কর আদায় করা এবং শাসনকার্যে সম্রাট বা রাজাকে পরামর্শ দেয়া । তারা শাসক সম্রাট বা রাজার খুব ঘনিষ্ঠ ছিলেন । তাই তারা তাদের অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন । তারা রাজকার্য পরিচালনায় শাসকদের সহযোগী কর্মীবাহিনী হিসেবে পরিচিতি পেয়েছেন ।

প্রাচীনকালের সেই সহযোগী কর্মচারী বাহিনীই আধুনিক আমলা – কর্মচারীদের পূর্বপুরুষ । ম্যাক্স ওয়েবার তার রচনায় এই প্রাচীন আমলাতন্ত্রের কথা উল্লেখ করেছেন । তার বর্ণনায় : হাজার হাজার বছর আগে মিশর ও রোমে ব্যাপক পরিসরে আমলাতন্ত্রের অস্তিত্ব ছিল । প্রাচীন চীন ও ভারতবর্ষেও তা ছিল — ছিল আরও উন্নত অবস্থায় । উল্লেখযোগ্য যে , শাসকের ইচ্ছামত আমলা – কর্মচারী নিয়োগের পরিবর্তে মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে নিয়োগের বিষয় সূচিত হয়েছিল প্রাচীন চীনে ।

আমলাতন্ত্রের একধাপ ইতিবাচক উত্তরণ হয় চীনা সম্রাটদের দ্বারা । তারা মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করেন এবং সুশিক্ষিত ব্যক্তিদের এই পরীক্ষায় অংশগ্রহণ করে রাষ্ট্রের কর্মচারী হতে উদ্বুদ্ধ করেন । এর মাধ্যমে ধাপে ধাপে চীনে এক সুশিক্ষিত আমলা বাহিনী প্রশাসনিক সংগঠন হিসেবে আবির্ভূত হয় ।

চীনে হান রাজবংশের রাজত্বকালে ( খ্রিস্টপূর্ব ২২০-২০৬ অব্দ ) আমলা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি চালু করা হয় । অধিক সংখ্যক আমলা নিয়োগের প্রয়োজনে তারা এই পরীক্ষা গ্রহণপূর্বক প্রার্থী বাছাইয়ের কাজের জন্য একটি দক্ষ প্রতিষ্ঠান গঠনের আবশ্যিকতা অনুভব করেন ।

সুই রাজবংশের রাজত্বকালে ( খ্রিস্টপূর্ব ৬১৬-৫৮১ ) কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে প্রাধান্য দেয়া হয় । তাদের শাসনামলে প্রদেশগুলোতে শাসনকর্তা ও উপ – শাসনকর্তা পদে স্থানীয় অভিজাত ব্যক্তিদের নিয়োগের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বেতনভুক আমলাদের পদায়নের রীতি চালু করা হয় । আমলাতন্ত্রের জনক[Father of Bureaucracy] বলা হয় ম্যাক্স ওয়েভার কে ৷

  • আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?

    উত্তরঃ আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ বুরোক্রেসি বা Bureaucracy.

  • আদর্শ আমলাতন্ত্রের জনক কে?

    উত্তরঃ আদর্শ আমলাতন্ত্রের জনক বা উদ্ভাবক ম্যাক্স ওয়েবার