Who is the father of geography? | প্রিয় ভিউয়ার, ভূগোলের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “ভূগোলের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
[MCQ] প্রশ্নঃ ভূগোলের জনক কে | Who is the father of geography?
ভূগোল কাকে বলে?
আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডর ফন হামবোল্টের ভাষায় , ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান , প্রকৃতির যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর আওতাভুক্ত । ‘ ভূগোল শাস্ত্র সম্পর্কে মানুষের ধ্যান ধারণা ও এর বিষয়বস্তু , পরিধি আলোচ্য বিষয় প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে । কেননা ভূগোল হলো একটি গতিশীল বিজ্ঞান । ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও মানুষের বিভিন্ন অঞ্চলে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও মানুষের বিভিন্ন কার্যকলাপে পরিবেশের প্রভাব নিয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করতে সাহায্য করে । সম্প্রতি বিশ্বব্যাপী পরিবেশ সচেতন কর্মীদের কর্মতৎপরতার প্রেক্ষাপটে ভূগোল বিষয়কে ‘ মানব – পরিবেশ মিথস্ক্রিয়ার বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে ।
সুতরাং আমরা বলতে পারি , ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ , পৃথিবী এবং পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে এবং এদের পারিপার্শ্বিক সম্পর্ক বিশ্লেষণ পূর্বক একে অন্যের উপর প্রভাব সম্পর্কে আলোচনা করে তাকেই ভূগোল বলে । Erasthenes, the father of geography.
ভূগোলের শাখা
অধিকাংশ ভূগোলবিদ ভূগোল বিষয়টিকে মূলত দুটি শাখায় বিভক্ত করেছেন । যথাঃ
- ক . প্রাকৃতিক ভূগোল ও
- খ . মানব ভূগোল
ক . প্রাকৃতিক ভূগোলঃ প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক ও কালিক বিশ্লেষণকে প্রাকৃতিক ভূগোল বলে । অর্থাৎ ভূগোলের যে শাখা অধ্যয়নের ফলে ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এবং এতে কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায় , তাকে প্রাকৃতিক ভূগোল বলে । প্রাকৃতিক ভূগোল ‘ Geosystems ’ বা ‘ physiography ‘ নামে পরিচিত । প্রাকৃতিক ভূগোলে পৃথিবীর ভূমিরূপ , আবহাওয়া ও জলবায়ু , মৃত্তিকা , সমুদ্র , বনভূমি ইত্যাদি বিভিন্ন বিষয়ের স্থানিক পরিবর্তন বিশ্লেষণ করা হয় । প্রাকৃতিক ভূগোলের মাধ্যমেই মানুষ ও প্রকৃতির মধ্যে প্রয়োজনীয় যোগসূত্র স্থাপিত হয় ।
প্রাকৃতিক ভূগোলের প্রকৃত
প্রাকৃতিক ভূগোল প্রকৃতি প্রদত্ত অবয়ব নিয়ে বিশ্লেষণ করে । প্রাকৃতিক ভূগোলে উৎপত্তি , আকার ও আয়তনসহ পৃথিবীর বর্ণনা প্রদান করা হয় । পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ যেমন- সমভূমি , মালভূমি , পর্বত এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয় । পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর অবস্থা এবং এর পরিবর্তনের কারণ বিশ্লেষণ করা হয় । পৃথিবীর সাগর – মহাসাগরের বর্ণনা ও জোয়ারভাটা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয় । পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা এবং এর সাথে মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় । পৃথিবীর মাটির বৈশিষ্ট্য , গুণাগুণ এবং স্থানিক পার্থক্যের কারণ বিশ্লেষণ করা হয় এবং জীবজগতের অবস্থা ও এর পরিবর্তনে মানুষের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয় । সর্বোপরি প্রাকৃতিক নিয়মনীতি , সৌরজগত , প্রকৃতির সকল সক্রিয় উপাদান নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে ।
ভূগোল থেকে বিভিন্ন প্রশ্নউত্তরঃ
-
ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন?
উত্তরঃ ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন গ্রিক জ্ঞানবেত্তা এরাতোস্থেনেস ৷ ভূগোলের জনক(Father of Geography) বলা হয় ইরাটস থেনিস কে ৷
-
ভূগোল ও পরিবেশ ইংরেজি কি?
উত্তরঃ ভূগোল ও পরিবেশ ইংরেজি হলোঃ
1. ভূগোল—Geography.
2. পরিবেশ—Environment.
অর্থাৎ ভূগোল ও পরিবেশ ইংরেজি হলো Geography and environment. -
প্রাকৃতিক ভূগোল কাকে বলে?
উত্তরঃ ভূগোলের যে শাখা অধ্যয়নের ফলে ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এবং এতে কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায় , তাকে প্রাকৃতিক ভূগোল বলে ।