Who is the father of modern chemistry? প্রিয় ভিউয়ার, আধুনিক রসায়নের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
The Question Also Answers:
- রসায়নের জনক কে? [rosayoner jonok ke]
- জৈব রসায়নের জনক কে? [joibo rosayoner jonok ke]
- ভৌত রসায়নের জনক কে? [vouto rosayon er jonok ke]
- প্রাচীন রসায়নের জনক কে? [prachin rosayon er jonok ke]
- কাকে রসায়নের জনক বলা হয়? [rosayoner jonok ke]
- রসায়নের রাজা কাকে বলা হয়? [rosayoner raja bola hoi kake]
[MCQ] প্রশ্নঃ আধুনিক রসায়নের জনক কে? | Who is the father of modern chemistry?
আরও পড়ুনঃ
- রসায়নের জনক কে?
- অর্থনীতির জনক কে?
- রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
- হিসাব বিজ্ঞানের জনক কে?
- কম্পিউয়াটারের জনক কে?
- ইতিহাসের জনক কে?
রসায়নে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ
- ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে ? উঃ ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
- সকল ধাতু কি ধরনের পদার্থ ? উঃ সকল ধাতু বিজারক পদার্থ ।
- অধাতুর অক্সাইড কোন প্রকৃতির ? উঃ অধাতুর অক্সাইড অম্লীয় বা নিরপেক্ষ ।
- অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে । উঃ অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া এসিড উৎপন্ন করে ৷
- অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া কি কি উৎপন্ন করে ? উঃ অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
- কোন ধরনের যৌগ সাধারনত নিরপেক্ষ হয় ? উঃ যে সকল অধাতুর একাধিক যোজনী থাকে এবং যখন তারা সর্বনিম্ন যোজনী ব্যবহার করে অক্সাইড গঠন করে তারা সাধারণত নিরপেক্ষ হয় । যেমনঃকার্বনের যোজনী 2 এবং 4 , কারন যখন সর্বনিম্ন 2 যোজনী ব্যবহার করে কার্বনমনোঅক্সাইড যৌগ ( CO ) গঠন করে তখন যৌগটি নিরপেক্ষ হয়ে থাকে । তখন এটি এসিড কিংবা কার কারোর সাথে বিক্রিয়া করেনা । যেমনঃ CO + H₂SO , → No Reaction . CO + NaOH → No Reaction . আবার নাইট্রোজেনের যোজনী 1.2.3.4 এবং 5 , নাইট্রোজেনের যখন সর্বনিম্ন । যোজনী ব্যবহার করে নাইট্রাস অক্সাইড যৌগ ( NGO ) গঠন করে তখন যৌগটি নিরপেক্ষ হয়ে থাকে । তখন এটি এসিট কিংবা কার কারোর সাথে বিক্রিয়া করেনা । যেমনঃ N₂O + H₂SO4 , → No Reaction , NO + NaOH → No Reaction
- সকল অধাতু কি ধরনের পদার্থ ? উঃ সকল ধাতু জারক পদার্থ ।
- বহুরুপী মৌল কাকে বলে ? উঃ যে সকল মৌল বিভিন্নরূপে অবস্থান করতে পারে তাকে বহুরুপী মৌল বলে । কার্বন ও সিলিকন বহুরুপী মৌল । কার্বনের দুইটি রূপ হল : ( ১ ) হীরক এবং ( ২ ) প্রাফাইট
- কোন মৌলটি অধাতু হওয়া সত্ত্বেও ধাতুর ন্যায় আচরণ করে ? উঃ হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও ধাতুর ন্যায় আচরণ করে ।
- হাইড্রোজেন এর কি কি গুণ আছে ? উঃ হাইড্রোজেন ইলেকট্রিন ত্যাগ / গ্রহন / শেয়ার করতে পারে । HCI এখানে H ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করে , NaH এখানে H কে ইলেকট্রন গ্রহনে বাধ্য করা হয় , CH , এখানে H ইলেকট্রন শেয়ার করে ।
- সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ? উঃ সবচেয়ে সক্রিয় ধাতু ফ্রন্সিয়াম [ Fr ]
- সবচেয়ে নিষ্ক্রীয় ধাতু কোনটি ? উঃ সবচেয়ে নিষ্ক্রীয় ধাতু প্লাটিনাম [ Pi ]
- তেজস্ক্রিয় মৌল কাকে বলে ? উঃ যে সকল মৌল থেকে BY রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে ।
- মোল যেকোন গ্যাসের আয়তন কত ? উঃ ১ মোল যেকোন গ্যাসের আয়তন 22.4 লিটার ।
- কাবলিক এসিড কাকে বলে ? ফেনল কে কার্বলিক এসিড বলে ৷
- BOD অর্থ কি ? উঃ BOD এর পূর্ণরূপ Biochemical Oxygen Demand. যার অর্থ : জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বায়ুর উপস্থিতিতে সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাই BOD .
- COD অর্থ কী ? উ : COD এর পূর্ণরূপ Chemical Oxygen Demand যার অর্থ রাসায়নিক অক্সিজেনের চাহিদা । পানিতে মোট কতটুকু রাসায়নিক দ্রব্য আছে তা বুঝানোর জন্য COD মান ব্যবহার করা হয় ।
- ppm এর পূর্ণরূপ কি ? উঃ ppm এর পূর্ণ রূপ হলো : Parts Per Million
- কেওলিন কে চিনা মাটি বলা হয় কেন ? উঃ কেওলিন হলো অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি যা সিরামিক কারখানায় সিরামিকের বাসন কোসন তৈরিতে প্রচুর পরিমানে ব্যাবহার করা হয় । চীনারা সর্বপ্রথম এই কেওলিন ব্যাহার শুরু করেছিল বলে এ মাটিকে চীনা মাটি বা চায়না কে বলে।
-
রসায়নের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান রসায়নের জনক ৷
-
জৈব রসায়নের জনক কে?
উত্তরঃ জৈব রসায়নের জনক হলেন ফ্রেডারিক উইলার।
-
ভৌত রসায়নের জনক কে?
উত্তরঃ ভৌত রসায়নের জনক বলা হয় ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড ৷
-
প্রাচীন রসায়নের জনক কে?
উত্তরঃ প্রাচীন রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান ।
-
রসায়নের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ সালফিউরিক এসিডকে রসায়নের রাজা বলা হয়।