আধুনিক ইতিহাসের জনক কে | Who is the father of modern history?

5/5 - (17 votes)

Who is the father of modern history? | আধুনিক ইতিহাসের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

This Question Also Answes:

  1. ইতিহাসের জনক কে? [Itihaser jonok ke]
  2. ইসলামের ইতিহাসের জনক কে? [Islamer itihaser jonok k]
  3. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? [Boigganik itihaser jonok k]
  4. ভারতীয় ইতিহাসের জনক কে? [Varotio itihaser jonok k]
  5. চীনা ইতিহাসের জনক কে? [China itihaser jonok k]
  6. চৈনিক ইতিহাস চর্চার জনক কে? [Coinik itihas corcar jonok ke]
আধুনিক ইতিহাসের জনক কে | Who is the father of modern history

প্রশ্নঃ আধুনিক ইতিহাসের জনক কে | Who is the father of modern history?

  • প্লেটো
  • জনভন নিউটন
  • হেরোডোটাস
  • অগাস্টি

উত্তরঃ হেরোডোটাস ৷

হেরোডোটাসকে আধুনিক ইতিহাসের জনক বলা হয় ৷ Herodotus is called the father of modern history.

আরও কিছু গুরুত্ত্বপূর্ণ ইসলামি ইতিহাস থেকে প্রশ্ন ও উত্তরঃ

প্র : খেজুরের জন্য বিখ্যাত আরবের কোন অঞ্চল ?

উ : আরব দেশের হেজাজ প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত । আরব দেশে খেজুর গাছ queen বা রানী গাছ নামে সমধিক পরিচিত ।

প্র : খেজুর গাছকে রানী বলার কারণ লিখ ।

উ : আরবদের প্রধান খাদ্য ছিল খেজুর । ধনি , দরিদ্র নির্বিশেষে সবাই এই খাদ্য খেত । কেননা আরবদের জীবন ধারণ ছিল খুবই কষ্টকর । যার ফলে খেজুরের গ্রহণযোগ্যতা বেশি ছিল । যাযাবররা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত । তাদের খাবারের জন্য সবচেয়ে সহজ লভ্য ছিল খেজুর । খেজুর ছিল সুস্বাদু ফল । যার ফলে এটি ছিল আয়ের একটি উৎস । এটি আরবদের অনেক চাহিদা মিটাতো । আর বহির্বিশ্বে খেজুর রপ্তানি করে আরবরা সার্থকভাবে লাভবান হতে পারত । খেজুর যেমন- তারা খেয়ে জীবন ধারণ করত । ঠিক তেমনি এই গাছ দ্বারা ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করত । খেজুর গাছের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে লাগে । তেমনি এই গাছের শুকনো ডাল পালা রান্না বা জ্বালানি কাজে ব্যবহার হতো । এসব কারণে খেজুর গাছকে রানী গাছ বলা হয় । [Who is the father of modern history?]

প্র : জামাল শব্দের অর্থ কি ?

উ : জামাল শব্দের অর্থ উট ।

প্র : উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ?

উ : উটকে মরুভূমির জাহাজ বলার কারণ অর্থনৈতিক দিক থেকে উটের গুরুত্ব অনেক ছিল । উট ছিল বিনিময়ের মাধ্যম । বিবাহ যৌতুক , রক্তের দাস , একজন শেখের সম্পদ । উট ছিল আরব দেশের আল্লাহর বিশেষ উপহার । কেননা আরব দেশে এতো গরম আর মরুভূমি এত উত্তপ্ত যে উট না থাকলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারতনা । উট শুধু যাতায়াতের বাহনই ছিল না । বরং এটি যুদ্ধের সময়ও কাজে লাগত । এসব কারণে উটকে মরুভূমির জাহাজ বলা হতো ।

প্র : উট কত দিন পানি পান না করেও চলতে পারে ?

উ : উট শীতকালে প্রায় ২৫ দিন এবং গ্রীষ্মকালে ৫ দিন পানি পান না করেও চলতে পারে । আরব দেশে উটের পর ঘোড়াকে গুরুত্বপূর্ণ প্রাণী মনে করা হয় । আরবে সর্বপ্রথম সিরিয়া থেকে ঘোড়া আমদানী করা হয় ।

প্র : কুরআন শরীফে উটকে আরবদের জন্য কী বলা হয়েছে ?

উ : বিশেষ নিয়ামত বলা হয়েছে ।

প্র : আরবের বেদুইনরা কি নামে পরিচিত ?

উ : আরবের বেদুইনরা সেমেটিক নামে পরিচিত । এরা পশুপালন ও লুটতরাজ করে জীবিকা নির্বাহ করতো । এদের ধর্ম বিশ্বাস ছিল অতি প্রাচীন । বেদুইনদেরকে আহলে আল ওয়াবার নামে অভিহিত করা হতো । আরবের দুটি বেদুইন গোত্রের নাম বানু বকর ও বানু তাঘলিব । [Who is the father of modern history?]

প্র : বেদুইন কারা ?

উ : মরুবাসী আরবদের বেদুইন বলা হতো ।

প্র : বেদুইনদের ধর্ম বিশ্বাস লিখ ।

উ : বেদুইনদের ধর্ম ছিল অত্যন্ত আদিম প্রকৃতির । তারা মনে করত বর্ষনযোগ্য ভূমি ও মরুভূমির উপর ভিন্ন দেবদেবী অধিষ্ঠিত । এ বিশ্বাসের সূত্র ধরেই তারা রম্য , প্রস্তুত গুহা ও কূপ পবিত্র মনে করত । সূর্যকে উর্বরতা ও শস্যাদির দেবতা মনে করেন ।

প্র : বেদুইনদের বাসগৃহ কি দিয়ে তৈরি করা হতো ?

উ : বেদুইনদের বাসগৃহ ভেড়া , দুম্বা ও উটের পশম দিয়ে তৈরি করা হতো । আরব বেদুইনদের পোশাককে আলখাল্লা বলা হতো ।

প্র : পুরুষ শাসিত আরব সমাজে বেদুইন নারীদের অবস্থান কেমন ছিল ?

উ : নারীরা যথেষ্ট স্বাধীন ছিল ।

প্র : প্রাক – ইসলামি যুগে মরুবাসী বেদুইনদের পেশা কি ছিল ?

উ : প্রাক – ইসলামি যুগে মরুবাসী বেদুইনদের পেশা ছিল পশুচারণ , শিকার ও দস্যুবৃত্তি ।

  • ইতিহাসের জনক কে?

    উত্তরঃ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস কে। [Herodotus is called the father of modern history.]

  • ইসলামের ইতিহাসের জনক কে?

    উত্তরঃ ইসলামের ইতিহাসের জনক হলেন আল মাসুদী ৷

  • বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?

    উত্তরঃ বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুসিডাইডিসকে ৷

  • ভারতীয় ইতিহাসের জনক কে?

    উত্তরঃ ভারতীয় ইতিহাসের জনক মেগাস্থিনিস ৷

  • চীনা ইতিহাসের জনক কে?

    উত্তরঃ চীনা ইতিহাসের জনক কনফুসিয়াস ৷

  • চৈনিক ইতিহাস চর্চার জনক কে?

    উত্তরঃ চৈনিক ইতিহাস চর্চার  জনক বলা হয় সু-মা-কিয়েনকেম ৷