[MCQ] আধুনিক রসায়নের জনক কে | Who is the father of modern chemistry?

5/5 - (26 votes)

Who is the father of modern chemistry? প্রিয় ভিউয়ার, আধুনিক রসায়নের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

The Question Also Answers:

  1. রসায়নের জনক কে? [rosayoner jonok ke]
  2. জৈব রসায়নের জনক কে? [joibo rosayoner jonok ke]
  3. ভৌত রসায়নের জনক কে? [vouto rosayon er jonok ke]
  4. প্রাচীন রসায়নের জনক কে? [prachin rosayon er jonok ke]
  5. কাকে রসায়নের জনক বলা হয়? [rosayoner jonok ke]
  6. রসায়নের রাজা কাকে বলা হয়? [rosayoner raja bola hoi kake]
Who is the father of modern chemistry

[MCQ] প্রশ্নঃ আধুনিক রসায়নের জনক কে? | Who is the father of modern chemistry?

  • জন ডাল্টন
  • থুসিডাইডিস
  • এরিস্টটল
  • আর্কিমিডিস

উত্তরঃ জন ডাল্টন ৷

জন ডাল্টন আধুনিক রসায়নের জনক ৷ John Dalton is the father of modern chemistry.

আরও পড়ুনঃ

রসায়নে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ

  • ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে ? উঃ ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
  • সকল ধাতু কি ধরনের পদার্থ ? উঃ সকল ধাতু বিজারক পদার্থ ।
  • অধাতুর অক্সাইড কোন প্রকৃতির ? উঃ অধাতুর অক্সাইড অম্লীয় বা নিরপেক্ষ ।
  • অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে । উঃ অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া এসিড উৎপন্ন করে ৷
  • অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া কি কি উৎপন্ন করে ? উঃ অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
  • কোন ধরনের যৌগ সাধারনত নিরপেক্ষ হয় ? উঃ যে সকল অধাতুর একাধিক যোজনী থাকে এবং যখন তারা সর্বনিম্ন যোজনী ব্যবহার করে অক্সাইড গঠন করে তারা সাধারণত নিরপেক্ষ হয় । যেমনঃকার্বনের যোজনী 2 এবং 4 , কারন যখন সর্বনিম্ন 2 যোজনী ব্যবহার করে কার্বনমনোঅক্সাইড যৌগ ( CO ) গঠন করে তখন যৌগটি নিরপেক্ষ হয়ে থাকে । তখন এটি এসিড কিংবা কার কারোর সাথে বিক্রিয়া করেনা । যেমনঃ CO + H₂SO , → No Reaction . CO + NaOH → No Reaction . আবার নাইট্রোজেনের যোজনী 1.2.3.4 এবং 5 , নাইট্রোজেনের যখন সর্বনিম্ন । যোজনী ব্যবহার করে নাইট্রাস অক্সাইড যৌগ ( NGO ) গঠন করে তখন যৌগটি নিরপেক্ষ হয়ে থাকে । তখন এটি এসিট কিংবা কার কারোর সাথে বিক্রিয়া করেনা । যেমনঃ N₂O + H₂SO4 , → No Reaction , NO + NaOH → No Reaction
  • সকল অধাতু কি ধরনের পদার্থ ? উঃ সকল ধাতু জারক পদার্থ ।
  • বহুরুপী মৌল কাকে বলে ? উঃ যে সকল মৌল বিভিন্নরূপে অবস্থান করতে পারে তাকে বহুরুপী মৌল বলে । কার্বন ও সিলিকন বহুরুপী মৌল । কার্বনের দুইটি রূপ হল : ( ১ ) হীরক এবং ( ২ ) প্রাফাইট
  • কোন মৌলটি অধাতু হওয়া সত্ত্বেও ধাতুর ন্যায় আচরণ করে ? উঃ হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও ধাতুর ন্যায় আচরণ করে ।
  • হাইড্রোজেন এর কি কি গুণ আছে ? উঃ হাইড্রোজেন ইলেকট্রিন ত্যাগ / গ্রহন / শেয়ার করতে পারে । HCI এখানে H ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করে , NaH এখানে H কে ইলেকট্রন গ্রহনে বাধ্য করা হয় , CH , এখানে H ইলেকট্রন শেয়ার করে ।
  • সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ? উঃ সবচেয়ে সক্রিয় ধাতু ফ্রন্সিয়াম [ Fr ]
  • সবচেয়ে নিষ্ক্রীয় ধাতু কোনটি ? উঃ সবচেয়ে নিষ্ক্রীয় ধাতু প্লাটিনাম [ Pi ]
  • তেজস্ক্রিয় মৌল কাকে বলে ? উঃ যে সকল মৌল থেকে BY রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে ।
  • মোল যেকোন গ্যাসের আয়তন কত ? উঃ ১ মোল যেকোন গ্যাসের আয়তন 22.4 লিটার ।
  • কাবলিক এসিড কাকে বলে ? ফেনল কে কার্বলিক এসিড বলে ৷
  • BOD অর্থ কি ? উঃ BOD এর পূর্ণরূপ Biochemical Oxygen Demand. যার অর্থ : জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বায়ুর উপস্থিতিতে সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাই BOD .
  • COD অর্থ কী ? উ : COD এর পূর্ণরূপ Chemical Oxygen Demand যার অর্থ রাসায়নিক অক্সিজেনের চাহিদা । পানিতে মোট কতটুকু রাসায়নিক দ্রব্য আছে তা বুঝানোর জন্য COD মান ব্যবহার করা হয় ।
  • ppm এর পূর্ণরূপ কি ? উঃ ppm এর পূর্ণ রূপ হলো : Parts Per Million
  • কেওলিন কে চিনা মাটি বলা হয় কেন ? উঃ কেওলিন হলো অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি যা সিরামিক কারখানায় সিরামিকের বাসন কোসন তৈরিতে প্রচুর পরিমানে ব্যাবহার করা হয় । চীনারা সর্বপ্রথম এই কেওলিন ব্যাহার শুরু করেছিল বলে এ মাটিকে চীনা মাটি বা চায়না কে বলে।
  1. রসায়নের জনক কে?

    উত্তরঃ জাবির ইবনে হাইয়ান রসায়নের জনক

  2. জৈব রসায়নের জনক কে?

    উত্তরঃ জৈব রসায়নের জনক হলেন ফ্রেডারিক উইলার।

  3. ভৌত রসায়নের জনক কে?

    উত্তরঃ ভৌত রসায়নের জনক বলা হয় ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড

  4. প্রাচীন রসায়নের জনক কে?

    উত্তরঃ প্রাচীন রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান ।

  5. রসায়নের রাজা কাকে বলা হয়?

    উত্তরঃ সালফিউরিক এসিডকে রসায়নের রাজা বলা হয়