[MCQ] আধুনিক দর্শনের জনক কে | Father of modern Philosophy

Who is the father of modern philosophy? | প্রিয় ভিউয়ার, আধুনিক দর্শনের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “আধুনিক দর্শনের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

আধুনিক দর্শনের জনক কে | Father of modern Philosophy

[MCQ] প্রশ্নঃ আধুনিক দর্শনের জনক কে | Who is the Father of modern Mhilosophy?

  • বেকন
  • ডেকার্ট
  • হিউম
  • কান্ট

উত্তরঃ ডেকার্ট

গ্রিকের থেলিসকে দর্শনের জনক বলা হয় ৷ আর দর্শন শাস্ত্রের জনক হলেন সক্রেটিস ৷ আধুনিক দর্শনের জনক[Father of modern Mhilosophy] হলেন রেনে ডেকার্ট ৷

প্রশ্নঃ দর্শন কাকে বলে?

উত্তরঃ ইংরেজী প্রতিশব্দ Philosophy শব্দটি এসেছে গ্রিক শব্দ Philos এবং Sophia থেকে Philos শব্দটির অর্থ Loving অর্থাৎ অনুরাগ বা ভালোবাসা এবং Sophia শব্দের অর্থ Knowledge অর্থাৎ জ্ঞান । সুতরাং Philosophy এর অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ । সুতরাং বুৎপত্তিগত অর্থে দর্শন বলতে বুঝায় চাক্ষুষভাবে প্রত্যক্ষ করাকে । প্রকৃত পক্ষে দর্শন কোন কিছুকে চাক্ষুষভাবে না বুঝিয়ে যুক্তির আলোকে দেখা বুঝায় । সুতরাং দর্শন হলো অন্ধ বিশ্বাস থেকে মুক্ত হয়ে জ্ঞান বা সত্যের অনুসন্ধানে ভাবাবেগের পরিবর্তে দৃষ্টিভঙ্গি অনুধ্যান মূলক বিশ্লেষণ উদ্ধার জগৎ সংশ্লেষণের মাধ্যমে সভা জীবনের সাথে জড়িত চিরন্তন সমস্যাবলি সুষ্ঠ ও যুক্তিসম্মত আলোচনার প্রচেষ্টা ।

প্রশ্নঃ দর্শন শব্দের অর্থ কী?

উত্তরঃ দর্শন শব্দের আভিধানিক অর্থ হলো প্রত্যক্ষণ করা বা দেখা । কিন্তু দর্শনশাস্ত্রে দর্শন বলতে বুঝায় তত্ত্ব দর্শন বা সত্য দর্শন ।

প্রশ্নঃ দর্শনের জনক কে?

উত্তরঃ থেলিস ।

প্রশ্নঃ আধুনিক দর্শনের জনক কে?

উত্তরঃ রেনে ডেকার্ট ।

প্রশ্নঃ দর্শনের প্রধান লক্ষ্য কী?

উত্তরঃ প্রকৃত জ্ঞান ও সত্যের অনুসন্ধান ।

প্রশ্নঃ Philosophy is the Science of absolute idea- কার উক্তি ?

উত্তরঃ দার্শনিক হেগেলের উক্তি ।

  • দর্শন শাস্ত্রের জনক কে?

    উত্তর: দর্শন শাস্ত্রের জনক হলেন সক্রেটিস।

  • মুসলিম দর্শনের জনক কে?

    উত্তরঃ মুসলিম দর্শনের জনক আল কিন্দি ৷

5/5(20 votes)
Scroll to Top