Founder of Microsoft | মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে [MCQ]

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে | Founder of Microsoft
5/5 - (25 votes)

Who is the founder of Microsoft? | প্রিয় ভিউয়ার, মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “মাইক্রোসফট এর জনক কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে | Founder of Microsoft

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে | Who is the founder of Microsoft?

  • চার্লস ব্যাবেজ
  • মার্টিন কুপার
  • মার্ক জুকারবার্গ
  • বিল গেটস

উত্তরঃ বিল গেটস

  • মাইক্রোসফট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি উৎপাদনকারী কোম্পানি । এটি কম্পিউটার ডিভাইসের জন্য সফট্ওয়্যার তৈরি , লাইসেন্স দেয়া এবং পৃষ্ঠপোষকতা করে থাকে ।
  • 1975 সালে বিল গেটস (Bill Gates) এবং পল অ্যালেন (Paul Allen) এর হাত ধরে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় । বিল গেটস এর পুরো নাম উইলিয়াম হেনরি বিল গেটস ৷
  • মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ড (Redmond) শহরে অবস্থিত ।
  • মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম হলো MS DOS.
  • কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ (Microsoft Windows) ।
  • মাইক্রোসফট IIS হচ্ছে একটি-ওয়েব সার্ভার ৷
  • মাইক্রোসফট সফটওয়্যারের বাজার অধিকাংশই দখল করে নেয় এই অপারেটিং সিস্টেম বিক্রির মাধ্যমে । 1990 সালের দিকে মাইক্রোসফট 90 % বাজার দখল করতে সক্ষম হয় ।
  • মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হচ্ছে Windows 10
  • এক্সবক্স (Xbox) ও এক্সবক্স 360 (xbox 360) হচ্ছে মাইক্রোসফটের কম্পিউটার হোম এন্টারটেইনমেন্ট ।
  • 2013 সালে সাত বিলিয়ন ডলারের মাধ্যমে নকিয়া (Nokia) মোবাইল কিনে নেয় ।
  • মাইক্রোসফটের জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে Bing ।
  • মাইক্রোসফট অফিস (Microsoft Office) হচ্ছে জনপ্রিয় Utility Software I
  • মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও (CEO) এর নাম সত্য নাদেলা (Satya Nadella) । তিনি ১৯ আগস্ট ১৯৬৭ সালে ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে সত্য নাদেলা একজন ভারতীয় আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।
  • মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?

    উত্তর: মাইক্রোসফট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ৷

  • মাইক্রোসফট কি ধরনের প্রতিষ্ঠান?

    উত্তরঃ মাইক্রোসফট সফটওয়্যার ধরনের প্রতিষ্ঠান

  • মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটি?

    উত্তরঃ মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার উইন্ডোজ ৷

  • মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার?

    উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ড প্যাকেজ প্রোগ্রাম ধরনের সফটওয়্যার ৷

  • মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?

    উত্তরঃ মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো রিবন গুচ্ছে সাজানো থাকে ৷