চার্লস ব্যাবেজ কে কেন কম্পিউটারের জনক বলা হয়?
১৮০১ সালে বস্ত্রশিল্পে নকশা নিয়ন্ত্রণের জন্য পাঞ্চকার্ডের ব্যবহার শুরু হয়। ফ্রান্সের জোসেফ মেরী জেকার্ড (Joseph Marie Jacquard) পাঞ্চকার্ড ব্যবহার শুরু করেন। তবে উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে (১৮২২ খ্রীঃ) স্বয়ংক্রিয় গণক যন্ত্রের পরিকল্পনা করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চালর্স ব্যাবেজ (Charles Babbage)। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি তৈরী করেন ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) যা উন্নত ধরনের স্বয়ংক্রিয় গণকযন্ত্র গড়ে তোলার ভিত্তি বলে পরিগনিত হয়।
১৮৩৩ সালে তিনি বিশ্লেষক ইঞ্জিন (Analytical Engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তবে ব্যাবেজ তাঁর জীবদ্দশায় তাঁর কাজ সম্পূর্ণ করে যেতে পারেন নি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ বিষয়ে গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের বিশ্লেষক ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ঠ্য ছিল। এই যন্ত্রে একটি Memory, একটি Arithmatic device, Punch Card এবং Input ব্যবস্থা ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
ব্যাবেজের বিশ্লেষক ইঞ্জিনে সাধারণ এসেম্বলি ভাষায় (Assembly Language) প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার হতো। এই সফটওয়্যার তৈরির জন্য ব্যাবেজ বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা গণিতজ্ঞ এ্যাডা অগাস্টা ল্যাভলেস (Lady Ada Augusta Lovelace) কে নিয়োগ দেন।
ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে প্রথম ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি পদ্ধতি হলো যে কোন সংখ্যাকে ০ ও ১ দ্বারা প্রকাশ করা। এ্যাডা অগাষ্টা ল্যাভলেসই সর্বপ্রথম এই পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন। তাই অগাষ্টাই হলো পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা এ্যাডা তাঁরই নামানুসারে নামকরণ করা হয়।
- চার্লস ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ গণিতবীদ ৷
- চার্লস ব্যাবেজ ইংলেন্ড দেশের নাগরিক ছিলেন ৷
- চার্লস ব্যাবেজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন ৷
চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক MCQ প্রশ্ন উত্তর
১. কম্পিউটারের জনক কে?
- ক) টিম বার্নার্স লী
- খ) উইলবার রাইট
- গ) চার্লস ব্যাবেজ
- ঘ) জন বেয়ার্ড
২. আধুনিক কম্পিউটারের জনক কে?
- ক) টিম বার্নার্স লী
- খ) উইলবার রাইট
- গ) চার্লস ব্যাবেজ
- ঘ) জন বেয়ার্ড
৩. চার্লস ব্যাবেজ কোন দেশের বিজ্ঞানী?
- ক) জাপান
- খ) আমেরিকা
- গ) রাশিয়া
- ঘ) ব্রিটেন
৪. কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজ তৈরি করেন?
- ক) বেতার
- খ) ডিফারেন্স ইঞ্জিন
- গ) কম্পিউটার
- ঘ) ইউনিভ্যাক-১
৫. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন?
- ক) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
- খ) তুরিন বিশ্ববিদ্যালয়
- গ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- ঘ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
৬. চার্লস ব্যাবেজ কত সালে এনালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন?
- ক) ১৯৮৬ সালে
- খ) ১৮১২ সালে
- গ) ১৮৩৩ সালে
- ঘ) ১৮৭১ সালে
৭. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
- ক) একটি
- খ) দুটি
- গ) তিনটি
- ঘ) চারটি
৮. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কি?
- ক) মাইক্রো ইলেকট্রনিক্স
- খ) রেডিও
- গ) ক্যালকুলেটর
- ঘ) ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন
৯. এনালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
- ক) স্টিভ জজনিয়াক
- খ) চার্লস ব্যাবেজ
- গ) বিল গেটস
- ঘ) মার্ক জাকারবার্গ
১০. চার্লস ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?
- ক) ১৭৯১ সালে
- খ) ১৮১৫ সালে
- গ) ১৮৪২ সালে
- ঘ) ১৮৭১ সালে
১১. চার্লস ব্যাবেজের Analytical ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন হয়?
- ক) ইন্টারনেট
- খ) প্রোগ্রামিং
- গ) আরপানেট
- ঘ) তথ্য
১২. কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?
- ক) ১৮৩৩ সালে
- খ) ১৮১৫ সালে
- গ) ১৮১৬ সালে
- ঘ) ১৮১৮ সালে
১৩. চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?
- ক) ইটালিতে
- খ) জার্মানিতে
- গ) রাশিয়াতে
- ঘ) লন্ডনের বিজ্ঞান যাদুঘরে
১৪. কোন ব্যক্তি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন?
- ক) স্টিভ জবস
- খ) মার্ক জাকারবার্গ
- গ) অ্যাডা লাভলেস
- ঘ) টিম বানার্স লি
১৫. চার্লস ব্যাবেজের পরিকল্পনা অনুযায়ী কোথায়, কখন একটি ইঞ্জিন তৈরি হয়?
- ক) আমেরিকায়, ১৯৭১-এ
- খ) লন্ডনের বিজ্ঞান যাদুঘরে, ১৯৯১-এ
- গ) যুক্তরাজ্যে, ১৯৮৫-তে
- ঘ) ইতালির বিজ্ঞান গবেষণাগারে, ১৯৮১
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর(QNA) কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ সম্পর্কে
চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন(প্রোগ্রামেবল কম্পিউটার) তৈরির পরিকল্পনা করেন ৷ তবে তিনি যন্ত্রটি তৈরি করে যেতে পারেন নি ৷ কিন্তু তার এই প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণা পরবর্তিতে কম্পিউটিং প্রযুক্তির উন্নয়নে ভিত্তি স্থাপন করেছিল ৷ তাই তাকে কম্পিউটারের জনক বলা হয় ৷
সুতরাং এটি বলা যায় না যে, চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন? তবে ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজ প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার হিসেবে এনালিটিক্যাল ইঞ্জিন ধারণা দেন ৷
চার্লস ব্যাবেজ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের লন্ডনে ৷
চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ব্রিটেন নাগরিক অর্থাৎ ইংল্যান্ডের ৷
চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ১৭৯১ সালে জন্মগ্রহণ করেন ৷
চার্লস ব্যাবেজ কে ছিলেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ ৷ একই সাথে দার্শনিক, উদ্ভাবক এবং যান্ত্রিক প্রকৌশলী ক্ষেত্রে রয়েছে বিশেষ অবদান ৷ তিনি বিশেষভাবে পরিচিত ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন নামক দুটি যন্ত্রের ধারনাকারী হিসেবে, যা পরবর্তিতে কম্পিউটার তৈরিতে অবদান রেখেছে ৷ এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয় ৷
চার্লস ব্যাবেজ এর মৃত্যু কত সালে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ এর মৃত্যু ১৮৭১ সালের ১৮ অক্টোবর লন্ডনে ৷
চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
উত্তরঃ চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র দুটি ৷ যথাঃ ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন ৷
চার্লস ব্যাবেজ কি জন্য বিখ্যাত?
উত্তরঃ চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিন নামে একটি প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণার জন্য বিখ্যাত।
চার্লস ব্যাবেজকে এনালিটিক্যাল ইঞ্জিন তৈরিতে কে সাহায্য করেছিল?
উত্তরঃ চার্লস ব্যাবেজকে এনালিটিক্যাল ইঞ্জিন তৈরিতে অ্যাডা লাভলেস সাহায্য করেছিল ৷ তিনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ ৷ তিনিই চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন ৷ প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস ৷ এজন্য তাকে কম্পিউটার প্রোগামিং ভাষার জনক বা প্রবক্তা বলা হয় ৷
চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন ছাড়াও আর কি আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন ছাড়াও চার্লস ব্যাবেজ জাহাজের জন্য একটি স্পিডোমিটার এবং ট্রেনের জন্য একটি কাউক্যাচার সহ অন্যান্য বিভিন্ন উদ্ভাবনেও কাজ করেছিলেন।
আরও দেখুনঃ
- চার্লস ব্যাবেজ কোন কম্পিউটার আবিষ্কার করেন?
- চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করেন?
- চার্লস ব্যাবেজ-এর শিক্ষাগত যোগ্যতা কি?