- উপন্যাসঃ চিলেকোঠার সেপাই ৷
- লেখকঃ আখতারুজ্জামান ইলিয়াস ৷
- উপন্যাসের ধরনঃ মহাকাব্যিক উপন্যাস ৷
- উপন্যাসের পটভূমিঃ ১৯৬৯-এর গণ অভ্যুত্থান ৷
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা এটি একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসের উল্লেখযোগ্য প্রধান চরিত্রগুলো হলো ওসমান, আনোয়ার, হাড্ডি খিজির, আলাউদ্দিন, চেংটু, করমালি, রহমতুল্লাহা, খয়বর গাজী, রানু, রঞ্জু।
চিলেকোঠার সেপাই উপন্যাসের বিষয়বস্তু
“১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ের প্রেক্ষাপটে রচিত“
উনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান। জনজীবনের সমগ্রতাকে, বিশেষ করে গ্রাম ও শহরের সমস্ত মানুষকে ঔপন্যাসিক এ উপন্যাসে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ওসমানের পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাস আরম্ভ। এই ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে। সে এতোটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় বাস করা তার জন্য যথাযথ হয়েছে। অথচ বামপন্থী ছাত্রনেতা, ছাত্রলীগ রিক্সাওয়ালা এমন নেতা, শ্রমিক কি বাড়িওয়ালার কন্যার সঙ্গে বিভিন্নভাবে তার যোগাযোগ হচ্ছে। ওসমান যেন ছোট ছোট কাহিনির সূত্রধর। আখতারুজ্জামান ইলিয়াস মহাকবির মতো ছোট ছোট কাহিনি-পর্বকে সুন্দর সম্মিলনের মাধ্যমে একটি মহাকাব্যিক উপন্যাসে রূপ দিয়েছেন। এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় স্বাধীনতা সংগ্রামের বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।
চিলেকোঠার সেপাই উপন্যাসের MCQ
০১. “চিলেকোঠার সেপাই” কার লেখা?
(ক) | আখতারুজ্জামান ইলিয়াস |
(খ) | সৈয়দ ওয়ালীউল্লাহ |
(গ) | শওকত ওসমান |
(ঘ) | শওকত আলী |
০২. “চিলেকোঠার সেপাই” কোন ধরনের উপন্যাস?
(ক) | রূপক উপন্যাস |
(খ) | মহাকাব্যিক উপন্যাস |
(গ) | হাস্যরসাত্মক উপন্যাস |
(ঘ) | মনস্তাত্ত্বিক উপন্যাস |
০৩. চিলেকোঠার সেপাই এর পটভূমি—
(ক) | ১৯৫২-এর ভাষা আন্দোলন |
(খ) | ১৯৪৭-এর দেশ বিভাগ |
(গ) | ১৯৬৯-এর গণ অভ্যুত্থান |
(ঘ) | ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ |
০৪. ‘চিলেকোঠার সেপাই’ কোন প্রেক্ষাপটে রচিত?
(ক) | সত্তরের নির্বাচন |
(খ) | বায়ান্নের ভাষা আন্দোলন |
(গ) | ঊনসত্তরের গনঅভ্যুথান |
(ঘ) | ৭১ সালের মুক্তিযুদ্ধ |
চিলেকোঠার সেপাই উপন্যাস থেকে শিক্ষার্থীদের বাড়ির কাজ(Home Work)
পাঠক বন্ধুরা, নিচের প্রশ্নগুলোর উত্তর জেনে থাকলে আমাদের জিমেলে উত্তরগুলো দিয়ে যাবেন ৷
- চিলেকোঠার সেপাই অর্থ কি?
- চিলেকোঠার সেপাই আনোয়ার কোন ধরনের চরিত্র?
- চিলেকোঠার সেপাই কোন ধরনের রচনা?
- চিলেকোঠার সেপাই উপন্যাসের ওসমান চরিত্র কে?
- চিলেকোঠার সেপাই উপন্যাসের হাড্ডি খিজির চরিত্র কে?
- চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?
চিলেকোঠার সেপাই উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
-
চিলেকোঠার সেপাই কার লেখা?
উত্তরঃ ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা প্রথম উপন্যাস।
-
চিলেকোঠার সেপাই কোন ধরনের উপন্যাস?
উত্তরঃ ‘চিলেকোঠার সেপাই‘ আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস, যা ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
চিলেকোঠার সেপাই উপন্যাসের পটভূমি কি?
উত্তরঃ চিলেকোঠার সেপাই এর পটভূমি ১৯৬৯-এর গণ অভ্যুত্থান ৷
-
চিলেকোঠার সেপাই উপন্যাসের চরিত্রগুলোর নাম কি?
চিলেকোঠার সেপাই উপন্যাসের উল্লেখযোগ্য প্রধান চরিত্রগুলো হলো ওসমান, আনোয়ার, হাড্ডি খিজির, আলাউদ্দিন, চেংটু, করমালি, রহমতুল্লাহা, খয়বর গাজী, রানু, রঞ্জু। উপন্যাসের প্রধান তিনটি চরিত্র ওসমান, আনোয়ার এবং হাড্ডি খিজির।
-
চিলেকোঠার সেপাই কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াসের রচিত প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই ১৯৮৬ সালে প্রকাশিত হয় ৷
-
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের সেপাই কে?
উত্তরঃ ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের সেপাই হলো ওসমান।