পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত হয়? [MCQ]

5/5(3 votes)

[Question] পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত হয়?

(ক)১৯৩৬ সালে
(খ)১৯৩৫ সালে
(গ)১৯২৮ সালে
(ঘ)১৯২৯ সালে

উত্তরঃ (ক) ১৯৩৬ সালে


সংক্ষেপে ব্যাখ্যাঃ

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি ১৯৩৬ সালে প্রকাশিত হয় ৷ পদ্মা নদীর মাঝি চলচিত্রের পরিচালক হলেন গৌতম ঘোষ৷

পদ্মানদীর মাঝি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে। এটি মানিক বন্দ্যোপাধ্যায় এর লেখা চতুর্থ এবং সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। ১৯৪৮ সালে “The Boatman of Padma” নামে অনূদিত হয়। উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে ভারতীয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশী ভাষায় অনূদিত হওয়ার গৌরব লাভ করে এই উপন্যাসটি। ভারতের একাধিক প্রাদেশিক ভাষাসহ ইংরেজি, চেক, হাঙ্গেরিয়ান, রুশ, লিথুয়ানিয়ান, নরওয়েজিয়ান ও সুইডিশ ভাষায় এই উপন্যাসের অনুবাদ প্রকশিত হয়।

বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি মানিক বন্দোপধ্যায় এর “পদ্মা নদীর মাঝি” উপন্যাসটি। জেলেদের সুখ দুঃখের জীবনগাঁথাকে লেখক অত্যান্ত সুন্দর করে তুলে ধরেছেন বইটিতে। উপন্যাসটির কাহিনি সংক্ষেপে বলতে গেলে, বর্ষার মাঝামাঝি ইলিশ ধরার মওসুমে রাত্রিকালীন পদ্মার রূপ চিত্রণে লেখক সঙ্কেতময় উপমামণ্ডিত ভাষার আশ্রয় নিয়েছেন। লেখকের দৃষ্টিতে নদীর বুকে শত শত জেলে নৌকা আলো জোনাকির মতো ঘুরে বেড়ায়। অন্ধকারের মধ্যে আলোগুলো দুর্বোধ্য। রাতে সারা পৃথিবী যখন নিদ্রামগ্ন তখন আলোগুলো থাকে অনির্বাপিত। এই আলোতে ইলিশের নিষ্পলক চোখগুলো হয়ে ওঠে স্বচ্ছ নিলাভ মনিসদৃশ। রাত্রিকালের জেলে নৌকার এই বর্ণনা ছাড়া লেখক উপন্যাসের একাধিক স্থানে পদ্মার রূপ অঙ্কন করেছেন।

পদ্মা নদীর মাঝি উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের আধুনিক বাংলা উপন্যাসের একটি বিশিষ্ট সংযোজন। জীবন জীবিকার তাগিদে পদ্মা নদীর সাথে নিবিড়ভাবে জড়িত মানুষের জীবন কাহিনী। এই জীবন কাহিনী বর্ণনা করতে গিয়ে উপন্যাসিক জেলেদের যে অনবদ্য চিত্র অঙ্কন করেছেন, তা যেমন পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তেমনি এই উপন্যাসে মানুষের হৃদয়বৃত্তির যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তাও পাঠকের মনকে দারুণভাবে নাড়া দিয়ে যায়। বাংলাদেশের সমাজজীবনে নিম্ন শ্রেণীর গ্রামীণ মানুষের বাস্তবচিত্র এখানে নিখুঁতভাবে রূপায়িত হয়েছে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাংলাদেশের পদ্মা তীরবর্তী অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবনচিত্র। জেলে ও মাঝিদের দুঃসাহসিক জীবনযাত্রা এই উপন্যাসের উপজীব্য।

আরও পড়ুনঃ