পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে?

(ক)বদরুদ্দিন ওমর
(খ)সৈয়দ শামসুল হক
(গ)আবদুল গাফফার চৌধুরী
(ঘ)মানিক বন্দোপাধ্যায়

উত্তরঃ (ঘ) মানিক বন্দোপাধ্যায়


সংক্ষেপে ব্যাখ্যাঃ

পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হলেন মানিক বন্দোপাধ্যায়

‘পদ্মানদীর মাঝি’ (১৯৩৬) উপন্যাস ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূলকাহিনি। সম্ভবত এটি প্রথম বাংলা উপন্যাস, যেখানে আদ্যন্ত কথোপকথনে পূর্ববঙ্গীয় উপভাষা ব্যবহৃত হয়েছে। প্রকৃতি ও মানুষের হাতে নির্যাতিত একটি গোষ্ঠীজীবনের ছোটো ছোটো সুখদুঃখ ভালোবাসা রিরংসা অসহায়তা ও আত্মরক্ষার তীব্র জৈবিক ইচ্ছার কাহিনি, গরিব মানুষের বেঁচে থাকার আগ্রহ ও সংগ্রামের সাহস, সেই সঙ্গে হোসেন মিঞা নামক এক রহস্যময় ব্যক্তিত্বের উপস্থিতি উপন্যাসটিকে বাংলা সাহিত্যে অমরত্ব দিয়েছে। উল্লেখযোগ্য চরিত্র: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা। কুবের-কপিলার আন্তঃ- সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।

পরিশেষে, পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হলো মানিক বন্দোপাধ্যায়

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]