একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে?

(ক)জহির রায়হান
(খ)হাসান আজিজুল হক
(গ)শেখ ফজলুল করিম
(ঘ)মোহাম্মদ নজীবর রহমান

উত্তরঃ (ক) জহির রায়হান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা হলেন জহির রায়হান

প্রশ্নঃ জহির রায়হানের রচিত উপন্যাসগুলোর নাম কী?
উত্তরঃ তৃষ্ণা (১৩৬২), শেষ বিকেলের মেয়ে (১৩৬৭), হাজার বছর ধরে (১৩৭১), আরেক ফাল্গুন (১৩৭৫), বরফ গলা নদী (১৩৭৬), আর কত দিন (১৩৭৭) ও কয়েকটি মৃত্যু (১৩৮২)।

লেখক পরিচিতিঃ

প্রখ্যাত ঔপন্যাসিক, গল্পকার ও চলচিত্র পরিচালক জহির রায়হান বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার সাহিত্য কে তিনি সমৃদ্ধ করেছেন আন্দোলন, ইতিহাস ও সামাজিকতার প্রেক্ষাপটে। তিনি তার উপন্যাস-গল্পে তুলে ধরেছেন ভাষা আন্দোেনলের সক্রিয়তা। এছাড়াও তিনি সামাজিক উপন্যাস গুলোতে ফুটিয়েছেন গণমানুষের কথা। শুধু তাই নয় তিনি বাংলা চলচিত্রের প্রবাদ পুরুষ নামে পরিচিত। তার গল্প উপন্যাসের মতো তার চলচিত্র গুলোও বেশ প্রশংসা কুড়িয়েছে।

একুশে ফেব্রুয়ারি উপন্যাস

বিখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের ‘একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় আরেকটি উপন্যাস। বায়ান্ন সালের ভাষা আন্দোলন শুধু এদেশের রাজনীতির ক্ষেত্রে নয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও নতুন চেতনাপ্রবাহ সৃষ্টি করেছিল; এই চেতনা ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সামাজিক মূল্যবোধসঞ্জাত| একুশের সেই কাঁপুনি ধরাতে চেয়েছিলেন লেখক, একুশকে নতুন ভাবে সামনে নিয়ে এসেছেন তিনি। ভাষা আন্দোলন নিয়ে চলচিত্র নির্মাণের উদ্দেশ্যে মূলত লেখক উপন্যাসটি রচনা করেন।

পরিশেষে, একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা হলো জহির রায়হান

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]