[Question] সারেং বৌ উপন্যাসের রচয়িতা কে?
(ক) | আহসান হাবীব |
(খ) | আনিস চৌধুরি |
(গ) | শহীদুল্লাহ কায়সার |
(ঘ) | প্যারীচাঁদ মিত্র |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
সারেং বৌ উপন্যাসের রচয়িতা হলেন শহীদুল্লাহ কায়সার ৷
সারেং বৌ উপন্যাসের বিষয়বস্তুঃ
বইটিতে সমুদ্রতীরবর্তী গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে সংগ্রামী মানুষের জীবনের দুঃখ, কষ্ট সব ছাপিয়ে দাম্পত্যজীবনে একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা প্রাধান্য পেয়েছে। গ্রামের বধু নবিতুন যার স্বামী কদম সারেং ও মেয়ে আককি কে নিয়ে তার সংসার। জীবিকার তাগিদে কদম সারেং বছরের পর বছর জাহাজে কাটিয়ে দেয়। সমুদ্র বন্দরে জাহাজের লোকেদের জন্য রয়েছে একাকীত্ব ঘুচানোের, জৈবিক তৃষ্ণা মেটানোর লোভনীয় সুযোগ। যা থেকে কদম সারেং নিজেকে বাঁচিয়ে রাখার চেস্টা করে প্রতিনিয়ত। প্রতি তিন মাস অন্তর সারেং নবিতুনকে টাকা ও চিঠি পাঠায়।
হঠাৎ সারেং এর টাকা ও চিঠি আসা বন্ধ হয়ে যায়! আর এদিকে যুবতী নবিতুন মেয়েকে নিয়ে অভাব অনটনে জর্জরিত অবস্থায় দিন কাটাতে থাকে। তার ওপর পুরুষের লোলুপ দৃষ্টি। প্রতিবেশী সগির মা প্রতিনিয়ত প্রভাবশালী লুন্দর শেখের প্রস্তাব মেনে নিতে প্রলুব্ধ করতে থাকে তাকে। সব মিলিয়ে সে টিকে থাকার চেস্টা করে। সবকিছুর মাঝেও নবিতুন স্বামীর সাথে কাটানো মুহুর্তগুলোর সুখস্মৃতি মনে করে মনে জোর পায়, আর তার স্বামী ফিরে আসবে সেই বিশ্বাসে দিন কাটায়। বইটির যে অংশটুকু আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হলো সমাজে নারীদের অবস্থান। এভাবেই চলতে থাকে নবিতুন-কদম সারেং এর জীবন গাঁথা।
পরিশেষে, সারেং বৌ উপন্যাসের রচয়িতা হলো শহীদুল্লাহ কায়সার ৷
Also Read More:—