খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] খেলাঘর উপন্যাসের রচয়িতা কে?

(ক)আবুল কালাম
(খ)শামসুদ্দীন আবুল কালাম
(গ)মাহমুদুল হক
(ঘ)সৈয়দ শামসুল হক

উত্তরঃ (ক) মাহমুদুল হক


সংক্ষেপে ব্যাখ্যাঃ

খেলাঘর উপন্যাসের রচয়িতা হলেন মাহমুদুল হক

“খেলাঘর” আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে লেখা হলেও সেখানে মূলত উঠে এসেছে রেহানা নামের এক খেয়ালী তরুণীর যাপিত শৈশবের গল্প। আর উপন্যাসটা যার জবানীতে বর্ণিত হয়েছে সেই ইয়াকুবকে দেখা গেছে মনোেযাগী এক মুগ্ধ শ্রোতার ভূমিকায়। মুকুলের কাছে শোেনা মুক্তিযোদ্ধাদের সাহসীকতার গল্পও উঠে এসেছে এই উপন্যাসে।

পরিশেষে, খেলাঘর উপন্যাসের রচয়িতা হলো মাহমুদুল হক

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]