কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা কে?

(ক)আবদুল গাফফার চৌধুরী
(খ)শামসুদ্দীন আবুল কালাম
(গ)আবু জাফর শামসুদ্দিন
(ঘ)আবুল কালাম শামসুদ্দিন

উত্তরঃ (খ) শামসুদ্দীন আবুল কালাম


সংক্ষেপে ব্যাখ্যাঃ

কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা হলেন শামসুদ্দীন আবুল কালাম ৷

কাশবনের কন্যা শামসুদ্দীন আবুল কালামের সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে। পঞ্চাশের দশকে প্রকাশ পেলেও লিখিত হয়েছিল চল্লিশের দশকে। শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথা শিল্পী হিসেবে। তবে তিনি অনেক গল্প, উপন্যাসও রচনা করেছেন। তার প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচত।

পরিশেষে, কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা হলো শামসুদ্দীন আবুল কালাম ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]