[Question] পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
(ক) | কাজী নজরুল ইসলাম |
(খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
(ঘ) | হুমায়ুন আহমেদ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
পথের দাবি উপন্যাসের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৷ অর্থাৎ পথের দাবি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তিনি মতিলাল চট্টোপাধ্যায় (?-১৯০২) এবং ভুবনমোহিনী দেবী (?-১৯৮৫)-এর প্রথম পুত্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা অন্যান্য বইসমূহঃ
উপন্যাস: বড়দিদি (১৯১৩); বিরাজ-বৌ, পরিণীতা, পণ্ডিতমশাই (১৯১৪); পল্লীসমাজ, চন্দ্রনাথ, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া (১৯১৬); শ্রীকান্ত ১ম পর্ব, নিষ্কৃতি, চরিত্রহীন (১৯১৭); দত্তা, শ্রীকান্ত ২য় পর্ব (১৯১৮); দেবদাস, গৃহদাহ, বামুনের মেয়ে (১৯২০); দেনাপাওনা (১৯২৩); নববিধান (১৯২৪); পথের দাবী (১৯২৬); শ্রীকান্ত ৩য় পর্ব (১৯২৭); শেষ প্রশ্ন (১৯৩১), শ্রীকান্ত ৪র্থ পর্ব (১৯৩৩), বিপ্রদাস (১৯৩৫)। এ ছাড়া মৃত্যুর পরে প্রকাশিত শুভদা (১৯৩৮: মূল রচনা ১৯০২) এবং অসম্পূর্ণ রচনা শেষের পরিচয় (১৯৩৯) অন্যের দ্বারা সম্পূর্ণ।
গল্প: বিন্দুর ছেলে, রামের সুমতি ও পথ নির্দেশ (১৯১৪); কাশীনাথ, আলোছায়া, মন্দির, বোঝা, অনুপমার প্রেম, বাল্যস্মৃতি ও হরিচরণ (১৯১৭); স্বামী ও একাদশী বৈরাগী (১৯১৮); ছবি, বিলাসী ও মামলার ফল (১৯২০); অনুরাধা, সতী ও পরেশ (১৯৩৪); ছেলেবেলার গল্প (১৯৩৮)।
প্রবন্ধ: নারীর মূল্য (১৯২৪): সত্যাশ্রয়ী, তরুণের বিদ্রোহ (১৯২৯); স্বদেশ ও সাহিত্য (১৯৩২); শরৎচন্দ্র ও ছাত্রসমাজ (১৯৩৭)।
নাটক: ষোড়শী (১৯২৭); রমা (১৯২৮), বিজয়া (১৯৩৪)। এ ছাড়া মৃত্যুর পরে আরও অন্যান্য রচনা: পত্রাবলী (১৯৪৮); অপ্রকাশিত রচনা (১৯৫২)।
সবশেষে, পথের দাবি উপন্যাসের রচয়িতা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৷
Also Read More:—