দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা কে?

(ক)শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
(খ)রবীন্দ্রনাথ ঠাকুর
(গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


সংক্ষেপে ব্যাখ্যাঃ

দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷ অর্থাৎ দুর্গেশনন্দিনী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা

বাংলা সাহিত্যের প্রথম শিল্পসফল উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) প্রকাশের সঙ্গে সঙ্গে তাঁর প্রতি বাঙালি সাহিত্যপাঠকের বিস্ময়বিমুগ্ধ দৃষ্টি আকর্ষিত হয়। সর্বশেষ উপন্যাস সীতারাম (১৮৮৭) রচনার মধ্য দিয়ে পূর্ণায়ত হয়ে ওঠে জীবনব্যাপী সৃজনীসাধনা। তেইশ বছর (১৮৬৫-১৮৮৭) স্থায়ী উপন্যাস রচনাকালে বঙ্কিমচন্দ্র রচনা করেছেন চৌদ্দটি উপন্যাস; কালানুক্রম অনুসারে আনন্দমঠ-এর (১৮৮২) স্থান দ্বাদশতম।

উল্লিখিত তিনটি উপন্যাস ছাড়া তাঁর অন্যান্য উপন্যাস হচ্ছে: কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), যুগলাঙ্গুরীয় (১৮৭৪), চন্দ্রশেখর (১৮৭৪), রাধারাণী (১৮৮৬), রজনী (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রাজসিংহ (১৮৮২) এবং দেবী চৌধুরাণী (১৮৮৪)।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম চব্বিশ পরগনার কাঁটালপাড়া গ্রামে। ডেপুটি কালেক্টর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র তিনি। যাদবচন্দ্র ফারসি ও ইংরেজিতে বিশেষভাবে ব্যুৎপন্ন ছিলেন। পাঁচ বছর বয়সে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে (১৮৫৮) ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন। দীর্ঘ তেইশ বছর কর্মজীবন সম্পন্ন করার পর তিনি অবসর গ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন দু-বার: ১৮৪৯ সালে মোহিনী দেবীকে, কিন্তু মাত্র দশ বছর পর এই স্ত্রী মারা যান। দ্বিতীয়বার ১৮৬০ সালে বিয়ে করেন রাজলক্ষ্মী দেবীকে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]