[Question] আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা কে?
(ক) | সেলিনা হোসেন |
(খ) | সৈয়দ শামসুল হক |
(গ) | শওকত ওসমান |
(ঘ) | জহির রায়হান |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হলেন জহির রায়হান ৷
লেখক পরিচিতিঃ
প্রখ্যাত ঔপন্যাসিক, গল্পকার ও চলচিত্র পরিচালক জহির রায়হান বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার সাহিত্য কে তিনি সমৃদ্ধ করেছেন আন্দোলন, ইতিহাস ও সামাজিকতার প্রেক্ষাপটে। তিনি তার উপন্যাস-গল্পে তুলে ধরেছেন ভাষা আন্দোেনলের সক্রিয়তা। এছাড়াও তিনি সামাজিক উপন্যাস গুলোেত ফুটিয়েছেন গণমানুষের কথা। শুধু তাই নয় তিনি বাংলা চলচিত্রের প্রবাদ পুরুষ নামে পরিচিত। তার গল্প উপন্যাসের মতো তার চলচিত্র গুলোও বেশ প্রশংসা কুড়িয়েছে।
জহির রায়হানের জনপ্রিয় ও কালজয়ী উপন্যাস’ আরেক ফাল্গুন’। ভাষা আন্দোলনের সময় কিছু শিক্ষক, ছাত্রদের সেই সময়কার দিনলিপির উপর ভিত্তি করে, ১৯৫৫ সালে এই ২১শে ফেব্রুয়ারির উপর উপন্যাসটি লেখা হয়। বলা যায় যাদের একান্ত চেষ্টা আর সংগ্রামে আজ ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত, পেছনের সেই মানুষগুলোর গল্পই আরেক ফাল্গুন। গল্পে উঠে এসেছে তাদের বিদ্রোহী চেতনা আর পরিণয়ের মাঝের দ্বান্দ্বিকতা। বাদ যায়নি আন্দোলনের লাভের গুড় খাওয়া মানুষগুলোর কথাও।
পরিশেষে, আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হলো জহির রায়হান ৷
Also Read More:—