চিলেকোঠার সেপাই কার লেখা? [MCQ]

5/5(3 votes)

[Question] চিলেকোঠার সেপাই কার লেখা?

(ক)সৈয়দ সামসুল হক
(খ)আখতারুজ্জামান ইলিয়াস
(গ)জহির রায়হান
(ঘ)শওকত ওসমান

উত্তরঃ (খ) আখতারুজ্জামান ইলিয়াস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

চিলেকোঠার সেপাই লেখক হলেন আখতারুজ্জামান ইলিয়াস ৷

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াস কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ই ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে (মাতুলালয়ে)।

প্রশ্ন: তিনি মূলত কী?
উ: কথাসাহিত্যিক

প্রশ্ন: তাঁর রচিত প্রধান গ্রন্থগুলোর নাম লিখ।

উত্তর: উপন্যাস: চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬)

ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোঁয়ারি (১৯৮২), দুধভাতে উৎপাত (১৯৮৫), দোজখের ওম (১৯৮৯)।

প্র: আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ও উপন্যাস সম্পর্কে কী বলা হয়?

চিলেকোঠার সেপাই উপন্যাসের বিষয়বস্তু

উনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই‘। কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান। জনজীবনের সমগ্রতাকে, বিশেষ করে গ্রাম ও শহরের সমস্ত মানুষকে ঔপন্যাসিক এ উপন্যাসে উপস্থাপন করতে সক্ষম -হয়েছেন। ওসমানের পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাস আরম্ভ। এই ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে। সে এতোটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় বাস করা তার জন্য যথাযথ হয়েছে।

অথচ বামপন্থী ছাত্রনেতা, ছাত্রলীগ নেতা, শ্রমিক ও রিক্সাওয়ালা এমন কি বাড়িওয়ালার কন্যার সঙ্গে বিভিন্নভাবে তার যোগাযোেগ হচ্ছে। ওসমান যেন ছোেট ছোেট কাহিনির সূত্রধর। মতো ছোট ছোট কাহিনি-পর্বকে সুন্দর সম্মিলনের মাধ্যমে একটি মহাকাব্যিক উপন্যাসে রূপ দিয়েছেন। এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে ৷

পরিশেষে, চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা হলো আখতারুজ্জামান ইলিয়াস ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]