দেয়াল উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] দেয়াল উপন্যাসের রচয়িতা কে?

(ক)হুমায়ূন আহমেদ
(খ)বিপ্রদাস বড়ুয়া
(গ)তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
(ঘ)শওকত ওসমান

উত্তরঃ (ক) হুমায়ূন আহমেদ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

দেয়াল উপন্যাসের রচয়িতা হলেন হুমায়ূন আহমেদ ৷ অর্থাৎ দেয়াল উপন্যাস হুমায়ূন আহমেদ এর লেখা

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় গল্প উপস্থাপন করে পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। হুমায়ূন আহমেদ রচিত সর্বশেষ উপন্যাস ‘দেয়াল’।এটি মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাসভিত্তিক উপন্যাস অসংখ্য উপন্যাসের মধ্যে এটি ব্যতিক্রমধর্মী উপন্যাস।

উপন্যাসটি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক সময়ে রচিত। মুক্তিযুদ্ধকালীন গল্পের ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে একটা অকথিত যুগসন্ধিক্ষণ কে তিনি তুলে ধরেছেন এই উপন্যাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে শুরু করে মেজর জিয়ার মৃত্যু পর্যন্ত কালসীমায় ঘটে যাওয়া ঘটনাগুলো গল্পের মত করে বলে গেছেন। এখানে তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে সাময়িকভাবে নিজকেও উপস্থাপন করেছেন। এই উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, জিয়াউর রহমান ও কর্নেল তাহের, অবন্তি চা বিক্রেতা কাদের বাঙালি। বিশাল ক্যানভাসে উপন্যাসের যেন নতুন এক বাংলাদেশকে চেনায়। জানায় ইতিহাসের অনেক গোপন রহস্যময় ঘটনা।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Scroll to Top