[Question] রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে?
(ক) | শরৎচন্দ্র চট্রোপাধ্যায় |
(খ) | সুকান্ত ভট্রাচার্য |
(গ) | আনোয়ার পাশা |
(ঘ) | মানিক বন্দোপাধ্যায় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা হলেন আনোয়ার পাশা ৷
শহীদ আনোয়ার পাশা ১৩৩৫ সালে ২রা বৈশাখ (১৫ এপ্রিল ১৯২৮) মুর্শিদাবাদ জেলার কাজী শাহ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ খ্রিস্টাব্দের ২ মার্চ তিনি পাবনা জেলার এডওয়ার্ড কলেজে বাংলার অধ্যাপক নিযুক্ত হন। পরে ১৯৬৬ সালের ১ নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন এবং শহীদ হওয়ার আগ পর্যন্ত ঐ বিভাগেই অধ্যাপনা করে গেছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তিনি আল-বদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিহত হন।
এই উপন্যাসটি লেখক আনোয়ার পাশা’র(১৯২৮-৭১) শেষ লেখা গ্রন্থ। উপন্যাসটি মূলত ১৯৭১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাসের মুক্তিযুদ্ধ এবং গণহত্যার পটভূমিতে লেখা। উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস। উপন্যাসের পুরোটা জুড়ে তিনি উপন্যাসের প্রধান চরিত্রগুলোকে সম্মানসূচক সম্বোধনে লিখে গেছেন। রাইফেল রোটি আওরাত এর প্রথম লাইন হচ্ছে, “বাংলাদেশে নামলো ভোর।” তিনি ভোর দিয়ে উপন্যাস শুরু করেছেন এবং রাত দিয়ে উপন্যাসের সমাপ্তি করেছেন।
“অধ্যাপক আনোয়ার পাশার” রচিত ‘রাইফেল রোটি আওরাত’ মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। কালজয়ী এই উপন্যাসটি রচিত হয়েছে ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। এই উপন্যাসে তৎকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, পাকিস্তানী সৈন্যবাহিনী দ্বারা ২৫-মার্চের গণহত্যা, নির্বিচারে লুটপাট, অমানবিক পৈশাচিকতা, নারী নির্যাতনের ভয়াবহতা, সাহসী গণমানুষের যোদ্ধা-রূপ, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, স্বাধীনতার পক্ষে বুদ্ধিজীবীদের ভূমিকা সবই উঠে এসেছে!
পরিশেষে, রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা হলো আনোয়ার পাশা ৷
Also Read More:—