সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা কে?

(ক)অন্নদাশঙ্কর রায়
(খ)আবু ইসহাক
(গ)মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ)জহির রায়হান

উত্তরঃ (খ) আবু ইসহাক


সংক্ষেপে ব্যাখ্যাঃ

সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা হলেন আবু ইসহাক ৷

সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রেক্ষাপটঃ

১৯৫৫ সালে উপন্যাসটি প্রকাশিত। বাংলাদেশের গ্রামজীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ। বিশেষত গ্রামীণ মুসলমান জীবনের বিশ্বস্ত এবং আন্তরিক পরিচয় সমকালীন বাংলা সাহিত্যে বিরল। প্রকাশের অব্যবহিত পর থেকে বাস্তব চিত্রণ, চরিত্রায়ণের স্বাভাবিকতা ও প্রকাশভঙ্গির ঋজুতার জন্য উপন্যাসটি সমালোচক ও পাঠকসমাজে নন্দিত হয়েছে। জয়গুনদের বাড়িটিতে রাতে কথিত ভূতের ঢিল পড়ে, সে বাড়িতে নির্ভয়ে থাকা যায় না।

তাই সূর্য-দীঘল বাড়ি অমঙ্গলের প্রতীকে পরিণত হয়। উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার ইত্যাদি এমন বিশ্বস্তভাবে তুলে ধরা হয়েছে, যে কারণে এটি হয়ে উঠেছে গ্রামীণ জীবনের যথার্থ উপস্থাপনা। উপন্যাসের কয়েকটি চরিত্র: জয়গুন, তার ছেলে হাসু, মেয়ে মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু প্রধান।

পরিশেষে, সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা হলো আবু ইসহাক ৷

ঔপন্যাসিক পরিচিতি

আবু ইসহাক বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুর জেলার শিবঙ্গল গ্রামে ১ নভেম্বর ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ স্কলাশিপ নিয়ে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৪ সালে আই এ পরীক্ষায় উত্তীর্ণ হন। এর দীর্ঘ দিন পরে ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন।

জনাব আবু ইসহাক দেশে ও বিদেশ বিভিন্ন দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। একজন কূটনীতিক হিসেবে আবু ইসহাক ভাইস-কনসাল ও ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

আবু ইসহাক বাংলা সাহিত্যে একজন শক্তিমান ও স্মরণীয় কথা সাহিত্যিক। তাঁর রচিত উপন্যাস ‘সূর্য-দীঘল বাড়ি’ ১৯৫৫ সালে প্রকাশিত হয়। প্রকাশের পর পরই উপন্যাসটি সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। সাহিত্যে অসাধারণ কৃতিত্বের জন্য লেখক আবু ইসহাক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬২-৬৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। অন্যান্য পুরস্কারের মধ্যে ১৯৮১ সালে তিনি সুন্দরবন সাহিত্য পদক ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া ২০০৪ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন।

‘সূর্য-দীঘল বাড়ি’ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে। উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। দেশে ও বিদেশে চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে ও বহু পুরস্কারে ভূষিত হয়েছে। তাঁর প্রথম মুদ্রিত গল্প ‘অভিশাপ’ প্রকাশিত হয় ১৯৪০ সালে কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘নবযুগ’ পত্রিকায়। লেখকের ছোটগল্পগ্রন্থ ‘মহাপতঙ্গ’ ১৯৬৩ সালে ও ‘হারেম’ ১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয়। ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

  1. সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক কে?

    উত্তরঃ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক হলেন আবু ইসহাক ৷

  2. সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে?

    উত্তরঃ সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হলেন শেখ নিয়ামত শাকের ৷

  3. সূর্য দীঘল বাড়ি অর্থ কি?

    উত্তরঃ সূর্যদীঘল মানে সূর্যের দিকে লম্বালম্বি। অর্থাৎ গ্রামের যে বাড়িটি পুব-পশ্চিম লম্বালম্বি করে বানানো হয় তাকে সূর্য দীঘল বাড়ি বলা হয় ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]