12+ শসা দিয়ে ফর্সা হওয়ার উপায় | Cucumber Benefits for Skin

Cucumber Benefits for Skin | শসা দিয়ে ফর্সা হওয়ার উপায় ৷ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, শসা হচ্ছে সালাদের মধ্যে বহুল ব্যবহৃত একটি সবজি । সহজলভ্য এবং সুলভ এই সবজিটির ব্যবহার শুধু সালাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় । স্বাস্থ্যরক্ষার পাশাপাশি শসা আমাদের ত্বক এবং চুলের জন্যও সমানভাবে উপকারী । লো ক্যালরি এবং ডায়েট্রি ফাইবারে সমৃদ্ধ এই সবজিটি তাই স্থান করে নিয়েছে রূপসচেতন নারীদের ডায়েট চার্টে । বন্ধুরা আজকে আপনারা জানতে চলেছেন, ত্বকের যত্নে শসার উপকারিতা ৷ সুতরাং প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

শসা দিয়ে ফর্সা হওয়ার উপায় | Cucumber Benefits for Skin

রূপচর্চায় শসার উপকারিতা | Cucumber Benefits for Skin

এবার আসুন তাহলে জেনে নেয়া যাক শসার বিভিন্ন গুণাগুন এবং ব্যবহার সম্পর্কে ।

  • তৈলাক্ত ত্বকের জন্য শসা খুব ভালো টোনার হিসেবে কাজ করে । এটি ত্বকের ওপেন পোর কন্ট্রোল করতে বেশ উপকারী । মুখ ধোয়ার পর শুধু শসার রস টোনার হিসেবে মুখে লাগাতে পারেন অথবা একে আরো কার্যকরী করতে শশার রসের সাথে আপেল সাইডার ভিনেগার , টমেটোর রস এবং এলভেরা জেল মিশিয়ে নিতে পারেন ।
  • শসাতে থাকা ব্লিচিং প্রপার্টিজ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বক উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে । বাইরে থেকে এসে মুখ ধুয়ে শসার রস লাগান । এটি সান বার্ন দূর করবে ।
  • একটি শসা ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে পেস্ট তৈরী করে ২ চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে মুখে এবং ঘাড়ে লাগান । ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ত্বকের রুক্ষভাব দূর করে চেহারা উজ্জ্বল করে ।
  • শসার ৯৫ % উপাদানই হচ্ছে পানি । এর ফলে শসা খাওয়ার মাধ্যমে ত্বক হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড থাকে । শসার বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম যা ফাইন লাইন্স , রিংকেল সহ বার্ধক্যের বিভিন্ন ছাপ দূর করে ত্বক উজ্জ্বল এবং যৌবনদ্বীপ্ত রাখে ।
  • ডার্ক সার্কেল কমাতে শসা বেশ কার্যকর । শসাতে থাকা এন্টি অক্সিডেন্ট এবং সিলিকা চোখের ডার্ক সার্কেল কমিয়ে চোখের চারপাশের স্কিন ভালো রাখে । শসা স্লাইস করে কেটে অথবা তুলার মধ্যে শসার রস লাগিয়ে তুলা চোখের উপর ২০ মিনিট রাখুন । নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল কমবে । এছাড়াও শসাতে থাকা এসকরবিক এসিড এবং ক্যাফেইক এসিড চোখের ফোলাভাব দূর করতেও বেশ কার্যকরী । benefits of cucumber for skin
  • তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কাঁচা হলুদ , লেবুর রস এবং শসা পেস্ট একসাথে মিশিয়ে প্যাক তৈরী করুন । মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন । শুকিয়ে গেলে মুখ ভালো মত ধুয়ে ফেলুন । এই প্যাকটি স্কিনের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ।
  • শুষ্ক ত্বকের ক্ষেত্রে ১ চা চামচ ওটমিল এবং পরিমাণ মত শসা পেস্ট একসাথে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন । মুখে এবং ঘাড়ে মিশ্রণটি ভালো মত মেখে ২০ মিনিট রাখুন । চাইলে এর সাথে মধুও যোগ করতে পারেন । মধু ত্বক ময়েশ্চারাইজড রাখবে ।
  • বয়সের ছাপ লুকাতে ২ টেবিল চামচ টক দই আধা চামচ মধু এবং লেবুর রসের সাথে ২ চামচ গ্রেট করা শসা এবং ২ টি ভিটামিন ই ক্যাপসুল ভালো মতো মেশান । এবার এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ফাইন লাইন্স , রিংকেল দূর করে ত্বক টানটান এবং সুন্দর করে ।
  • শসাতে রয়েছে প্রচুর পরিমাণে সিলিকা যা নখ শক্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । তাই নিয়মিত শশা খাওয়ার মাধ্যমে নখ ভাঙ্গা কমে গিয়ে নখ শক্ত হয় ।
  • ব্রনের সমস্যা দূর করতে ২ চা চামচ শসার রসের সাথে গোলাপ জল এবং মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরী করুন । এটি মুখে ভালো মতো লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহারে ব্রন কমে যাবে ।
  • চুলের বৃদ্ধিতে শসার ভুমিকা অতুলনীয় । সালফার সোডিয়াম সিলিকন , ফসফরাস এবং ক্যালসিয়াম এই সবগুলো উপাদানই শশাতে রয়েছে যেগুলো চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েনটস । এছাড়াও এটি চুল পড়া কমাতে সাহায্য করে । শসা, টমেটো ইত্যাদি ব্লেন্ডারে মিক্স করে জুস বানিয়ে খেতে পারেন ।
  • একটি শসার খোসা ছাড়িয়ে শুধু খোসা ব্লেন্ডারে পেস্ট করে নিন । এবার একটি ডিমের মধ্যে ৩ চা চামচ অলিভ অয়েল প্রথমে ভালো মত মিশিয়ে এরপর এর সাথে শশার খোসা পেস্ট মিশিয়ে নিন । মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন । এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন । এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে চুল স্বাস্থ্যজ্জল করে তোলে ।

উপসংহারঃ শসার উপকারিতা অনেক(শসার উপকারিতা | Cucumber Benefits) ৷ প্রবাদ আছে, সকালে শসা-শসা, দিনে শসা-হীরা এবং রাতে শসা-জিরা। আসলে এটা বলা হয় কারণ, আপনি যদি সকালে শসা খান তবে এর উপকারিতা হবে শসার সমান ৷ আপনি যদি দিনের বেলা শসা খান, তবে শসা আপনার শরীরের জন্য হীরার মতো মূল্যবান এবং আপনি যদি রাতে শসা খান তবে আপনি এক জিরার সমান উপকার পাবেন। তাই দিনে অর্থাৎ বিকেলে সবসময় শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গরমে শসা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। শসাকে ভিটামিন, মিনারেল এবং ইলেক্ট্রোলাইটের পাওয়ার হাউস বলা হয়। রূপচর্চায় পাশাপাশি সালাদ, স্যান্ডউইচ বা রাইতায় শসা খেতে পারেন।

শসার ইংরেজি কি?

উত্তরঃ অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন যে, শসার ইংরেজি কি? শসার ইংরেজি হলো Cucumber.

পিরিয়ডের সময় শসা খেলে কি হয়?

উত্তরঃ পিরিয়ডের সময় শরীরের প্রচুর এনার্জি নষ্ট হয় ৷ তাই এসময় এনার্জি জাতীয় খাবার যেমনঃ খেজুর, কিচমিচ, ফলফ্রুটসহ অন্যান্য ভিটামিন জাতীয় খাবার বেশি করে খেতে হয় ৷ এর মাঝেও আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ৷ পিরিয়ডের সময় শসা খাওয়া যাবে না ৷ কারণ শশার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে ।

5/5(8 votes)
Scroll to Top