[MCQ] জিন আবিষ্কার করেন কে | Jin Abiskar koren k

Who discovered genes? অর্থ্যাৎ Jin Abiskar koren k: প্রিয় ভিউয়ার, জিন আবিষ্কার করেন কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “জীন আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

[M.C.Q] জিন আবিষ্কার করেন কে | Jin Abiskar koren k

Question: Who discovered genes?

A.মলার
B.ডারউইন
C.জোহানসেন
D.মেন্ডেল

উত্তরঃ C. জোহানসেন

জিন আবিষ্কার করেন কে | Jin Abiskar koren k

জিন বলতে আমরা বুঝি জীবদেহের কোনো বিশেষ বৈশিষ্ট্য নির্ধারক সংকেত বহনকারী একক আণবিক উপাদান । বৈশিষ্ট্য ধারক জীন দেহ কোষের নিউক্লিয়াসে অবস্থান করে ৷ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এর অবস্থান শণাক্ত করা যায় ৷

বৈজ্ঞানিকভাবে বলতে গেলে জিন হচ্ছে কিছু ডি – অক্সি – রাইবো নিউক্লিক অ্যাসিড (DNA) বা রাইবো নিউক্লিক অ্যাসিডের (RNA) সিকোয়েন্স যা জীবদেহে কোনো কার্যকরী প্রোটিন , পেপটাইড বা RNA উৎপাদনের জন্য সংকেত বহন করে । তবে ব্যতিক্রম হিসেবে কখনো কখনো দুই বা ততোধিক জিন একত্রে একটি বিশেষ কাজ সম্পাদন করতে পারে ।

জীবদেহের সব কার্যকলাপ জিন দিয়ে নিয়ন্ত্রিত এবং একটি কোষ হতে পরিপূর্ণ কোনো জীবের বিকাশ এবং তার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারণ সব কিছুই ঐ জীবের জিনের মধ্যে সাংকেতিক আকারে সংরক্ষিত থাকে ।

আধুনিক জিনতত্ত্ববিদদের ভাষায় জিন হচ্ছে জীবদেহের জিনোমের মাধ্যে বিদ্যমান কিছু ডি – অক্সি – রাইবো নিউক্লিক অ্যাসিড ( DNA ) অথবা রাইবো নিউক্লিক অ্যাসিডের (RNA) সিকোয়েন্স যা তার প্রকাশের জন্য প্রয়োজনীয় জেনেটিক উপাদান (Promoter, Enhancer, Coding sequence, Terminator) বহন করে এবং ঐ জীবদেহে কোনো বৈশিষ্ট্য নিরূপণের একক হিসেবে কাজ করে ।

পরিশেষে বলা যায়, ১৯০৯ সালে ড্যানিশ উদ্ভিদবিদ উইলহেলম জোহানসেন জিন আবিষ্কার করেন ৷ Johansen is the inventor of the gene.

  • পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?

    উত্তর: পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ড. মাকসুদুল আলম ৷

  • কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?

    উত্তরঃ কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা

  • ঘাতক জিন আবিষ্কার করেন কে?

    উত্তরঃ ঘাতক জিন আবিষ্কার করেন ক্যুনো ৷

4.9/5(32 votes)
Scroll to Top