বিষাদ এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] বিষাদ এর বিপরীত শব্দ কি?

(ক)সচল
(খ)হর্ষ
(গ)সুজন
(ঘ)সৌম্য

উত্তরঃ (খ) হর্ষ


Explanation: বিষাদ একটি বিশেষ্য পদ ৷ বিষাদ অর্থ হলো দুঃখ, আশাভঙ্গজনিত খেদ ইত্যাদি । বিষাদ সমার্থক শব্দ হলোঃ দুঃখ, আশাভঙ্গ, খেদ, মনোকষ্ট, বেদনা, যাতনা, যন্ত্রণা, মনখারাপ, হাহাকার, মনমরা, মনমরা ভাব, বিষণ্ণতা ইত্যাদি ৷ এক্ষেত্রে বিষাদ শব্দের বিপরীত শব্দ হলো হর্ষ, আনন্দ, সুখ, তৃপ্তি, প্রফুল্লতা, উল্লাস ইত্যাদি ৷ আর হর্ষ শব্দের অর্থ আনন্দ, প্রসন্নতা, প্রফুল্লতা ৷

Also Read: অনুরাগ এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • বিগ্রহ এর বিপরীত শব্দ – সন্ধি ৷
  • বিজেতা এর বিপরীত শব্দ- বিজিত ৷
  • বিদ্বান এর বিপরীত শব্দ – মূর্খ ৷
  • বিধর্মী এর বিপরীত শব্দ- স্বধর্মী ৷
  • বিধি এর বিপরীত শব্দ- নিষেধ ৷
  • বিনয় এর বিপরীত শব্দ- ঔদ্ধত্য ৷
  • বিনীত এর বিপরীত শব্দ – গর্বিত ৷
  • বিপদ এর বিপরীত শব্দ- সম্পদ ৷
  • বিপন্ন এর বিপরীত শব্দ- নিরাপদ ৷
  • বিপন্নতা এর বিপরীত শব্দ- নিরাপত্তা ৷
  • বিফল এর বিপরীত শব্দ – সফল ৷
  • বিফলতা এর বিপরীত শব্দ- সফলতা ৷
  • বিবাদ এর বিপরীত শব্দ- মিত্রতা/ সুবাদ ৷
  • বিমুখ এর বিপরীত শব্দ- উন্মুখ ৷