অনুরাগ এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] অনুরাগ এর বিপরীত শব্দ কি?

(ক)বিরাগ
(খ)অভিমান
(গ)অনুভব
(ঘ)বিবাদ

উত্তরঃ (ক) বিরাগ


Explanation: অনুরাগ অর্থ হলো প্রেম; প্রীতি; সোহাগ ইত্যাদি । অনুরাগ সমার্থক শব্দ হলোঃ ভালোবাসা, প্রীতি, বন্ধুত্ব, পছন্দ, প্রণয়, আকর্ষণ, টান, সম্ভাব ইত্যাদি ৷ এক্ষেত্রে অনুরাগ শব্দের বিপরীত শব্দ হলো বিরাগ ৷ বিরাগ শব্দের অর্থ ঔদাসিন্য, অননুরাগ, বিরক্তি।

Also Read: মায়া এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • অনুগ্রহ এর বিপরীত শব্দ– নিগ্রহ ৷
  • অনুলোম এর বিপরীত শব্দ– প্রতিলোম ৷
  • অনুজ এর বিপরীত শব্দ– অগ্রজ ৷
  • অপকার এর বিপরীত শব্দ– উপকার ৷
  • অমৃত এর বিপরীত শব্দ– বিষ, গরল ৷
  • অনুরক্ত এর বিপরীত শব্দ– বিরক্ত ৷
  • অনুরাগ এর বিপরীত শব্দ– বিরাগ ৷
  • অণু এর বিপরীত শব্দ– বৃহৎ ৷
  • অভিজ্ঞ এর বিপরীত শব্দ– অনভিজ্ঞ ৷
  • অন্ত্য এর বিপরীত শব্দ– আদ্য ৷
  • অর্থ এর বিপরীত শব্দ– অনর্থ ৷
  • অসীম এর বিপরীত শব্দ– সসীম ৷
  • অধম এর বিপরীত শব্দ– উত্তম ৷