মায়া এর বিপরীত শব্দ কি [MCQ]

4.5/5(4 votes)

[Question] মায়া এর বিপরীত শব্দ কি?

(ক)দুরন্ত
(খ)নির্দয়
(গ)আরাম
(ঘ)বিস্বাদ

উত্তরঃ (খ) নির্দয়


Explanation: মায়া একটি বিশেষ্য পদ ৷ মায়া অর্থ হলো মমতা, স্নেহ; ইন্দ্রজাল; বিভ্রান্তি; মোহ ইত্যাদি । মায়া সমার্থক শব্দ হলোঃ স্নেহ, মমতা, মোহ, ছলনা, ইন্দ্রজাল, ভ্রান্তি, কপটতা, ছদ্মবেশ, জাদু ইত্যাদি ৷ এক্ষেত্রে মায়া শব্দের বিপরীত শব্দ হলো নির্দয়, নির্মমতা ৷

Also Read: অসীম এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • মসৃণ এর বিপরীত শব্দ – খসখসে ৷
  • মহৎ এর বিপরীত শব্দ- নীচ/ হীন/ক্ষুদ্র ৷
  • মহাজন এর বিপরীত শব্দ- খাতক ৷
  • মহাত্মা এর বিপরীত শব্দ- দুরাত্মা ৷
  • মান এর বিপরীত শব্দ – অপমান ৷
  • মানানসই এর বিপরীত শব্দ – বেমানান ৷
  • মান্য এর বিপরীত শব্দ- অমান্য/ঘৃণ্য ৷
  • মিতব্যয়ী এর বিপরীত শব্দ- অমিতব্যয়ী ৷
  • মিথ্যা এর বিপরীত শব্দ- সত্য ৷
  • মিলন এর বিপরীত শব্দ- বিরহ ৷
  • মুক্ত এর বিপরীত শব্দ- বন্দী ৷
  • মুখ্য এর বিপরীত শব্দ – গৌণ ৷
  • মূর্খ এর বিপরীত শব্দ- জ্ঞানী ৷