আবিষ্কার এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(4 votes)

[Question] আবিষ্কার এর বিপরীত শব্দ কি?

(ক)অনাবিষ্কৃত
(খ)সৃষ্টি
(গ)প্রদত্ত
(ঘ)জমিন

উত্তরঃ (ক) অনাবিষ্কৃত


Explanation: আবিষ্কার এর বিপরীত শব্দ হলো অনাবিষ্কৃত ৷ আবিষ্কার এর সমার্থক শব্দগুলো হলো উন্মোচন, উদ্ভাবন, সৃষ্টি, আবিষ্কৃতি, আবিষ্কারকতা, আবিষ্কারক ৷ আবিষ্কার এর ইংরেজি Discovery. আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ— আবিঃ + কার ৷ আবিস্কার এর শুদ্ধরূপ আবিষ্কার।

Also Read: অনুগ্রহ এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • আবদ্ধ এর বিপরীত শব্দ – মুক্ত ৷
  • আবশ্যক এর বিপরীত শব্দ – অনাবশ্যক ৷
  • আবশ্যিক এর বিপরীত শব্দ – ঐচ্ছিক ৷
  • আবহন এর বিপরীত শব্দ- বিসর্জন ৷
  • আবাদি এর বিপরীত শব্দ- অনাবাদি ৷
  • আবাহন এর বিপরীত শব্দ – বিসর্জন ৷
  • আবির্ভাব এর বিপরীত শব্দ- তিরোভাব ৷
  • আবির্ভূত এর বিপরীত শব্দ- তিরোহিত ৷
  • আবিল এর বিপরীত শব্দ- অনাবিল ৷
  • আবৃত এর বিপরীত শব্দ – অনাবৃত/উন্মুক্ত ৷
  • আমদানি এর বিপরীত শব্দ- রপ্তানি ৷
  • আয় এর বিপরীত শব্দ – ব্যয় ৷
  • আরোহণ এর বিপরীত শব্দ- অবতরণ/অবরোহণ ৷
  • আর্ত এর বিপরীত শব্দ – দরিদ্র ৷
  • আর্দিষ্ট এর বিপরীত শব্দ- উপেক্ষিত ৷
  • আর্দ্র এর বিপরীত শব্দ- শুষ্ক ৷