আবির্ভাব এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] আবির্ভাব এর বিপরীত শব্দ কি?

(ক)নিখোঁজ
(খ)তিরোভাব
(গ)গায়েব
(ঘ)বির্ভাব

উত্তরঃ (খ) তিরোভাব


Explanation: আবির্ভাব শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ বা সমার্থক শব্দ প্রকাশ, উদয়, উপস্থিতি, প্রাদুর্ভাব ইত্যাদি ৷ আবির্ভাব শব্দের বিপরীত শব্দ হলো তিরোভাবতিরোভাব অর্থ অদৃশ্য হওয়া ৷ আবির্ভাব এর সন্ধি বিচ্ছেদ আবিঃ+ভাব।

Also Read: আবিষ্কার এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • আর্য এর বিপরীত শব্দ – অনার্য ৷
  • আলসে এর বিপরীত শব্দ- কর্মঠ ৷
  • আলস্য এর বিপরীত শব্দ- শ্রম ৷
  • আলো এর বিপরীত শব্দ- আঁধার ৷
  • আলোক এর বিপরীত শব্দ- অন্ধকার ৷
  • আশা এর বিপরীত শব্দ- নিরাশা ৷
  • আশীর্বাদ এর বিপরীত শব্দ- অভিশাপ ৷
  • আশু এর বিপরীত শব্দ- বিলম্ব ৷
  • আশ্লেষ এর বিপরীত শব্দ – বিশ্লেষ ৷
  • আসক্ত এর বিপরীত শব্দ – নিরাসক্ত/ বিরক্ত ৷
  • আসামি এর বিপরীত শব্দ- ফরিয়াদী/বাদী ৷
  • আস্তিক এর বিপরীত শব্দ- নাস্তিক ৷
  • আস্থা এর বিপরীত শব্দ – অনাস্থা ৷