[Question] বিধু শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি?
(ক) | কোমলাকান্ত |
(খ) | ভানু |
(গ) | চন্দ্র |
(ঘ) | নিশীথিনী |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
চন্দ্র: বিধু, সোম, নিশাকর, শশধর, সুধানিধি, রাকেশ, নিশানাথ, ইন্দু, মৃগাঙ্ক, দ্বিজরাজ, কলাধর, সুধাংশু, নিশাকান্ত, রাকা, শীতাংশু, সুধাকর, হিমাংশু, রজনীকান্ত, কৌমুদীপতি, কুমুদপতি, তারানাথ, তারাধিপ, তারাপতি, সিতকর, কলানিধি, কলাভূৎ, পূর্ণেন্দু, অমা, দর্শ, দ্বিজেন্দ্র, চাঁদ, বালেন্দু, হিমকর, নিশামণি, শশাঙ্ক, চন্দ্রিমা, শশী, রাকাপতি, অম্ভোজ, রজনীকর, চন্দ্রমা, নিশাপতি, মৃগাঙ্ক, দ্বিজরাজ, কলানাথ, কুমুদনাথ ৷
সুতরাং এখানে বিধু শব্দের সমার্থক শব্দ হলো চন্দ্র ৷
আবার, বিধু শব্দের অর্থ হলো চন্দ্র বা চাঁদ ৷ এটি একটি বিশেষ্যপদ ৷
Also Read More:—