[Question] ফুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | অলি |
(খ) | অহি |
(গ) | রঙ্গন |
(ঘ) | ফুলশর |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
ফুল এর সমার্থক শব্দঃ পুষ্প, কুসুম, প্রসূন, মুঞ্জরি, পুষ্পক, রঙ্গন, রঙ্গনা, সুমন, মণীবক, গুল।
সুতরাং এখানে ফুল শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো রঙ্গন ৷
অপরপক্ষে,
- অলি এর সমার্থক শব্দ – ভ্রমর, মৌমাছি, বৃশ্চিক, মদ্য ৷
- অহি এর সমার্থক শব্দ – সর্প, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফনী, ফনাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ূভুক, ফনধর।
- ফুলশর এর সমার্থক শব্দ – ফুলধনু, ফুলবাণ, ফুলশর ৷
Also Read More:—