ফুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

[Question] ফুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)অলি
(খ)অহি
(গ)রঙ্গন
(ঘ)ফুলশর

উত্তরঃ (গ) রঙ্গন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

ফুল এর সমার্থক শব্দঃ পুষ্প, কুসুম, প্রসূন, মুঞ্জরি, পুষ্পক, রঙ্গন, রঙ্গনা, সুমন, মণীবক, গুল।

সুতরাং এখানে ফুল শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো রঙ্গন

অপরপক্ষে,

  • অলি এর সমার্থক শব্দ – ভ্রমর, মৌমাছি, বৃশ্চিক, মদ্য ৷
  • অহি এর সমার্থক শব্দ – সর্প, উরগ, ভুজগ, ভুজঙ্গম, নাগ, ফনী, ফনাধর, আশীবিষ, বিষধর, সাপ, পন্নগ, বায়ূভুক, ফনধর।
  • ফুলশর এর সমার্থক শব্দ – ফুলধনু, ফুলবাণ, ফুলশর

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top