পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন? [MCQ]

[Question] পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন?

(ক)হেমন্তবালা দেবী
(খ)ভিক্টোরিয়া ওকামপো
(গ)মৈত্রেয়ী দেবী
(ঘ)কাদম্বরী দেবী

উত্তরঃ (খ) ভিক্টোরিয়া ওকামপো


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য ভিক্টোরিয়া ওকামপোকে উৎসর্গ করেছিলেন ৷

  • মালতীপুঁথি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন– কাদম্বরী দেবীকে (‘উপহারগীতি’ নামক কবিতায় ইঙ্গিত আছে) ৷
  • ভগ্নহৃদয় রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কাদম্বরী দেবীকে (উৎসর্গ পত্রে উল্লেখ আছে ‘শ্রীমতী হে’। কাদম্বরী দেবীর ছদ্মনাম ছিল হেকেটি। প্রাচীন গ্রিকদের দেবী হেকেটি। রবীন্দ্রনাথ সংক্ষেপে বলতেন ‘হে’। বিহারীলাল, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণের জন্য এই ত্রিমুন্ডী দেবীর অনুসরণ করে নামকরণ।)
  • শৈশবসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কাদম্বরী দেবীকে (ইঙ্গিত আছে) ৷
  • সন্ধ্যাসংগীত রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কাদম্বরী দেবী (‘উপহার’ নামক কবিতায় ইঙ্গিত আছে) ৷
  • প্রভাতসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – ইন্দিরা দেবী (উৎসর্গ পত্রে ইন্দিরা দেবী এবং ইন্দিরা দেবীর ডাকনাম ‘বাবলা’ র উল্লেখ আছে) ৷
  • ছবি ও গান রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কাদম্বরী দেবীকে (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে) ৷
  • ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কাদম্বরী দেবী (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে) ৷
  • কড়ি ও কোমল রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – সত্যেন্দ্রনাথ ঠাকুরকে (এছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে এই কাব্যের অন্তর্গত ‘মঙ্গল গীতি’ নামে একটি দীর্ঘ কবিতা এবং বন্ধু প্রিয়নাথ সেনকে ‘পত্র’ নামে একটি কবিতা উৎসর্গ করেন) ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top