ঘরে বাইরে কাকে উৎসর্গ করা হয়? [MCQ]

5/5(3 votes)

[Question] ঘরে বাইরে কাকে উৎসর্গ করা হয়?

(ক)প্রমথ চৌধুরী
(খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (ক) প্রমথ চৌধুরী


সংক্ষেপে ব্যাখ্যাঃ

“ঘরে বাইরে” উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন প্রমথ চৌধুরীকে ৷

  • বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – সৌদামিনী দেবীকে ৷
  • গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রথীন্দ্রনাথ ঠাকুর ৷
  • ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – প্রমথ চৌধুরীকে ৷
  • দুই বোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রাজশেখর বসু ৷

আরও পড়ুনঃ