[Question] কড়ি ও কোমল কাকে উৎসর্গ করেন?
(ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(খ) | কাজী নজরুল ইসলাম |
(গ) | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
(ঘ) | চিত্তরঞ্জন দাশ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
রবীন্দ্রনাথ ঠাকুর “কড়ি ও কোমল” কাব্যগ্রন্থটি তাঁর বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – উইলিয়াম রদেনস্টাইন (বাংলা ‘গীতাঞ্জলি’ কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি। তবে ‘গীতাঞ্জলি’-র ইংরেজি অনুবাদ Song Offerings উৎসর্গ করা হয় উইলিয়াম রোদেনস্টাইনকে) ৷
- গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীকে (‘আশীর্বাদ’ কবিতায় ইঙ্গিত আছে) ৷
- বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – উইলি পিয়ারসকে (রবীন্দ্রনাথের বন্ধু) ৷
- পূরবী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – বিজয়াকে (এই বিজয়া হলেন ভিক্টোরিয়া ওকাম্পো। ‘বিদেশি ফুল’, ‘অতিথি’, ‘শেষ বসন্ত’ এই তিনটি কবিতাও তাকে নিয়ে লিখেছেন) ৷
- মহুয়া রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কোনো এক অনামিকার উদ্দেশ্যে ৷
- বনবাণী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – জগদীশচন্দ্র বসুকে ৷
- পরিশেষ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – অতুলপ্রসাদ সেনকে ৷
- পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – নীতুকে (রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র পুত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে) ৷
- বিচিত্রিতা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – চিত্রশিল্পী নন্দলাল বসুকে ৷
- শেষ সপ্তক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – অমিয় চক্রবর্তী (এই কাব্যের ৪৩নম্বর কবিতাটি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে) ৷
- পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – নন্দিতা ও কৃষ্ণ কৃপালানী (রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র কন্যা নন্দিতা। তার সঙ্গে বিবাহ হয় কৃষ্ণ কৃপালানীর) ৷
- শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রানী মহলানবীশ (রবীন্দ্রনাথের ভ্রমণসঙ্গী প্রশান্ত মহলানবিশ – এর স্ত্রী) ৷
- খাপছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রাজশেখর বসুকে ৷
- ছড়ার ছবি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – বৌমাকে (রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীকে) ৷
- গল্পসল্প রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – নন্দিতাকে (রবীন্দ্রনাথের নাতনি) ৷
- সেঁজুতি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – ডাক্তার স্যার নীলরতন সরকারকে ৷
- আকাশপ্রদীপ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – আধুনিক বাংলা কবি সুধীন্দ্রনাথ দত্তকে ৷
- রোগশয্যায় রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – দুটি নারীকে (এই দুটি নারী হলেন নন্দিতা এবং অমিতা ঠাকুর। কারণ তারা দুজনে কবির অন্তিম কালে রুগ্ন কবির সেবায় নিবেদিত ছিলেন) ৷
- নবজাতক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – অমিয় চক্রবর্তী ৷
- আরোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – সুরেন্দ্রনাথ কর (ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী) ৷
- শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – ভিক্টোরিয়া ওকাম্পো (এই কাব্যের চতুর্থ ও পঞ্চম সংখ্যক কবিতা ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে রচিত) ৷
আরও পড়ুনঃ