[Question] রবীন্দ্রনাথ তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) | সত্যেন্দ্রনাথ বসু |
(খ) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
(গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
(ঘ) | কাজী নজরুল ইসলাম |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ “বিশ্ব পরিচয়“ উৎসর্গ করেছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে ৷
- মানসী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – মৃণালিনী দেবীকে (‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে) ৷
- সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেনকে ৷
- নদী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – বলেন্দ্রনাথ ঠাকুরকে (বলেন্দ্রনাথ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্র নাথ ঠাকুরের একমাত্র পুত্র) ৷
- চৈতালি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – পরাণ বল্লভকে (জীবন দেবতা) ৷৷
- কণিকা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – প্রমথনাথ রায়চৌধুরীকে ৷
- কথা ও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – জগদীশচন্দ্র বসুকে ৷
- কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রাধাকিশোর দেবমানিক্যকে (ত্রিপুরার রাজা) ৷
- কল্পনা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – শ্রীশচন্দ্র মজুমদারকে ৷
- ক্ষণিকা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – লোকেন্দ্রনাথ পালিতকে ৷
- নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – দেবেন্দ্রনাথ ঠাকুরকে ৷
- স্মরণ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – মৃণালিনী দেবীকে ৷
- উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রেভারেন্ড সি. এফ. আনড্রজকে ৷
- খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – জগদীশচন্দ্র বসুকে ৷
আরও পড়ুনঃ