রবীন্দ্রনাথ তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন? [MCQ]

[Question] রবীন্দ্রনাথ তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন?

(ক)সত্যেন্দ্রনাথ বসু
(খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (ক) সত্যেন্দ্রনাথ বসু


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ “বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে ৷

  • মানসী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – মৃণালিনী দেবীকে (‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে) ৷
  • সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেনকে ৷
  • নদী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – বলেন্দ্রনাথ ঠাকুরকে (বলেন্দ্রনাথ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্র নাথ ঠাকুরের একমাত্র পুত্র) ৷
  • চৈতালি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – পরাণ বল্লভকে (জীবন দেবতা) ৷৷
  • কণিকা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – প্রমথনাথ রায়চৌধুরীকে ৷
  • কথা ও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – জগদীশচন্দ্র বসুকে ৷
  • কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রাধাকিশোর দেবমানিক্যকে (ত্রিপুরার রাজা) ৷
  • কল্পনা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – শ্রীশচন্দ্র মজুমদারকে ৷
  • ক্ষণিকা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – লোকেন্দ্রনাথ পালিতকে ৷
  • নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – দেবেন্দ্রনাথ ঠাকুরকে ৷
  • স্মরণ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – মৃণালিনী দেবীকে ৷
  • উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – রেভারেন্ড সি. এফ. আনড্রজকে ৷
  • খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন – জগদীশচন্দ্র বসুকে ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top