[Question] একটি কালো মেয়ের কথা কোন ধরনের উপন্যাস?
(ক) | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
(খ) | ঐতিহাসিক উপন্যাস |
(গ) | প্রেমের উপন্যাস |
(ঘ) | মহাকাব্যিক উপন্যাস |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা ‘একটি কালো মেয়ের কথা’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কর্তব্যের তাগিদেই, মহান মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে অধুনা বিস্মৃত এই উপন্যাসটি পুনপ্রকাশিত হলো।
১৯৭১ খ্রিষ্টাব্দে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উত্তাল ও ঘটনাবহুল মধ্যসময়ে জীবনাবসান ঘটেছিল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (জন্ম: ২৩ জুলাই ১৮৯৮)। ২৮ ভাদ্র ১৩৭৮ বঙ্গাব্দ, ১৪ সেপ্টেম্বর ১৯৭১, মঙ্গলবার ভোরে কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ তারাশঙ্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকে জ্ঞাপন করেন আন্তরিক কৃতজ্ঞতা। একটি জাতির পক্ষ থেকে এই কৃতজ্ঞতা ও শোক প্রকাশ প্রাপ্য ছিল তাঁর। জীবনের মধ্য পর্যায়েই বাংলা কথাসাহিত্যে তারাশঙ্করের অবিসংবাদিত প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে গিয়েছিল।
শ্রুতকীর্তি এই শিল্পীর জীবনাবসানে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শোকজ্ঞাপন তাই স্বতঃস্ফূর্ত কর্তব্যের দ্যোতক হিসেবেই বিবেচিত হওয়া স্বাভাবিক। কিন্তু ওই শোকজ্ঞাপন ও কৃতজ্ঞতার প্রকাশ কেবল কর্তব্যের অভিব্যক্তি ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল দায়িত্ব, মমত্ব ও আত্মীয়তার হৃদয়জ স্বীকৃতি। মুক্তিযুদ্ধকালীন কলকাতার রাজনৈতিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে অবস্থান করে যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা সকলেই ভারতের পশ্চিমবঙ্গীয় রাজনীতির তৎকালীন পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে অবহিত। এ সময়ে কলকাতার বুদ্ধিজীবী মহল, বিশেষ করে শিল্পী-সাহিত্যিকরা যেভাবে এগিয়ে এসেছিলেন, প্রসারিত করেছিলেন সাহায্যের হাত, যুগিয়েছিলেন অভয়, তার তুলনা মেলা ভার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন ওই বুদ্ধিজীবী মহলের পুরোধা, অগ্রণী সহমর্মী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সংহতি প্রকাশ করে অনুকূল জনমত-গঠনের জন্য কলকাতায় তাঁরই নেতৃত্বে গঠিত হয়েছিল ‘বাংলাদেশ-সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি’। সংগঠনটির সভাপতির কঠিন দায়িত্বও তুলে দেওয়া হয়েছিল তাঁরই কাঁধে। কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ/ দলিলপত্র গ্রন্থের দ্বাদশ খণ্ডে লিপিবদ্ধ আছে ওই গৌরবময় ইতিহাসসূত্র।
মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসগুলো হলোঃ
- “১৯৭১” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “আগুনের পরশমণি” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “একটি কালো মেয়ের কথা” তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “দুই সৈনিক” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “জাহান্নম হইতে বিদায়” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “যাত্রা” শওকত আলী রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- জোছনা ও জননীর গল্প হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ নির্ভর ঐতিহাসিক উপন্যাস ৷
আরও পড়ুনঃ