[Question] একটি কালো মেয়ের কথা কার লেখা?
(ক) | মানিক বন্দ্যোপাধ্যায় |
(খ) | নীলিমা ইব্রাহিম |
(গ) | শওকত ওসমান |
(ঘ) | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে “একটি কালো মেয়ের কথা” তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা ৷
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কর্তব্যের তাগিদেই, মহান মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে অধুনা বিস্মৃত এই উপন্যাসটি পুনপ্রকাশিত হলো।
উপন্যাসের পট উন্মোচিত হয়েছে নাজমা নামের একটি কালো মেয়েকে নিয়ে সীমান্ত অতিক্রম কালে ‘স্পাই’ হিসেবে ধরা পড়া ডেভিড আর্মস্ট্রং-এর ভারতীয় পুলিশ-অফিসারের সামনে জবানবন্দি উপস্থাপনার মধ্য দিয়ে। জবানবন্দিতে ডেভিড বলেছে : ‘… এরই মধ্যে এই দেশটাকে এমন করে ভালবেসে ফেললাম যে এই আমার সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ আর নেই। আর এই দেশই আমার দেশ।’
Also Read More:—