মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন? MCQ

মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ‌আলবেনিয়া ৷

5/5(1 vote)
👁‍ 70

Explanation

Explanation

মাদার তেরেসা আলবেনিয়ার নাগরিক ছিলেন ৷

ইউরোপ মহাদেশের দেশ যুগোস্লাভিয়া। অতীতে দেশটি ছিল অটোমান সাম্রাজ্যের অংশ, আলবেনিয়া নামে। পরবর্তীকালে মেসিডোনিয়া, তারও পরে যুগোস্লাভিয়া। আজ থেকে একশ বছর আগে, এই যুগোস্লাভিয়ার ছোট্ট শহর স্কোপিয়ের। লোকসংখ্যা তখন মাত্র ২৫ হাজার। সেই মানুষদের মধ্য থেকেই একজন, এক মহীয়সী নারী, আলোর মশাল হাতে মানবতার জয়গান করেছেন।

সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কুষ্ঠরোগীর সেবা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, মাদকবিরোধী প্রচারণা সবখানেই নিজেকে মেলে ধরেছেন। মানুষের কল্যাণ কামনা করেছেন। আর তাই স্কোপিয়ে নামের ছোট্ট শহরের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নাগরিক। সব মানুষের একান্ত আপনজন, হয়ে উঠেছিলেন- বিশ্ব জননী।

Recommended For You

Related Post

  1. RAW কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম [MCQ]
  2. ব্ল্যাক ওয়াটার কোন দেশের গোয়েন্দা সংস্থা নাম [MCQ]
  3. KGB কোন দেশের গোয়েন্দা সংস্থা নাম [MCQ]
  4. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
  5. সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
  6. বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম কি [MCQ]
  7. ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি [MCQ]
  8. ডন কোন দেশের সংবাদ সংস্থা [MCQ]
  9. ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম কি [MCQ]
  10. যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থার নাম কি [MCQ]
1 2 3 4
5/5(1 vote)
Scroll to Top