মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) আলবেনিয়া ৷
👁 204
Explanation
Explanation
ইউরোপ মহাদেশের দেশ যুগোস্লাভিয়া। অতীতে দেশটি ছিল অটোমান সাম্রাজ্যের অংশ, আলবেনিয়া নামে। পরবর্তীকালে মেসিডোনিয়া, তারও পরে যুগোস্লাভিয়া। আজ থেকে একশ বছর আগে, এই যুগোস্লাভিয়ার ছোট্ট শহর স্কোপিয়ের। লোকসংখ্যা তখন মাত্র ২৫ হাজার। সেই মানুষদের মধ্য থেকেই একজন, এক মহীয়সী নারী, আলোর মশাল হাতে মানবতার জয়গান করেছেন।
সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কুষ্ঠরোগীর সেবা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, মাদকবিরোধী প্রচারণা সবখানেই নিজেকে মেলে ধরেছেন। মানুষের কল্যাণ কামনা করেছেন। আর তাই স্কোপিয়ে নামের ছোট্ট শহরের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নাগরিক। সব মানুষের একান্ত আপনজন, হয়ে উঠেছিলেন- বিশ্ব জননী।
Recommended For You
- মাদার তেরেসা দার্জিলিং যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন ৷
- পোপ দ্বিতীয় জন পল মাদার তেরেজাকে মণ্ডলীর আচার্য পদে ভূষিত করেন ৷
- মাদার তেরেসা মেসেডোনিয়া দেশে জন্মগ্রহণ করেন ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন ৷
- মাদার তেরেসা আলবেনিয়ার নাগরিক ছিলেন ৷
- মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারী ৷
- মাদার তেরেজা ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন মানবতার সেবার জন্য ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- ১৯৫২ সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন ৷
- ১৯৪৮ খ্রিষ্টাব্দে মাদার তেরেসা দার্জিলিং যান ৷
Related Post
- মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন? MCQ
- ইনটেল কোন দেশের কোম্পানী? [MCQ]
- চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক? [MCQ]
- নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- ফেয়ার ফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- M16 কোন দেশের গোয়েন্দা সংস্থা [MCQ]
- আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা নাম [MCQ]