মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) ১৯৭৯ সালে ৷
👁 128
Explanation
মাদার তেরেসা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কুষ্ঠরোগীর সেবা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, মাদকবিরোধী প্রচারণা-সবখানেই তিনি নিজেকে মেলে ধরেছেন। মানুষের কল্যাণ কামনা করেছেন। আর তাই স্কোপিয়ে নামের ছোট্ট শহরের গন্ডী পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নাগরিক। সব মানুষের একান্ত আপনজন, হয়ে উঠেছিলেন ‘বিশ্ব জননী’। মানব কল্যাণে ব্রত এই মহীয়সী নারী শান্তির জন্য ১৯৭৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Recommended For You
- ভারতের কলকাতা শহরে মাদার তেরেসা তার জীবনের বেশিরভাগ সময় দরিদ্র সেবায় কাটিয়েছিলেন ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান ৷
- মাদার তেরেসা প্রথম জীবনে লরেটো সংঘ করেন ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- ১৯৪৮ খ্রিষ্টাব্দে মাদার তেরেসা দার্জিলিং যান ৷
- মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো নির্মল হৃদয় ৷
- পোপ দ্বিতীয় জন পল মাদার তেরেজাকে মণ্ডলীর আচার্য পদে ভূষিত করেন ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন ৷
- মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া ৷
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ৷