বাংলা ভাষায় সনেট প্রথম কার লেখা?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) মধুসূদন দত্ত ৷
👁 147
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালে ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ “তিলোত্তমাসম্ভব কাব্য” ৷
- মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কৃষ্ণকুমারী ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সনেট বঙ্গভাষা ৷
- মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি “মেঘনাদ বধ কাব্য” ৷
- শর্মিষ্ঠা এক ধরনের পৌরাণিক নাটক ৷
- মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম ৷
- মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসন ধরনের নাটক ৷
- রিজিয়া নাটকের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত ৷
Related Post
- অন্য ঘরে অন্য স্বর কার লেখা? MCQ
- বাংলা ভাষায় সনেট প্রথম কার লেখা? MCQ
- কবি কাহিনী কার লেখা বা কবি কাহিনী কাব্যের লেখক কে? [MCQ]
- শঙ্খনীল কারাগার কার লেখা? [MCQ]
- নেকড়ে অরণ্য কার লেখা? [MCQ]
- জীবন প্রভাত কার লেখা? [MCQ]
- প্রথম যৌবন কার লেখা? [MCQ]
- রাজধানীতে ঝড় কার লেখা? [MCQ]
- পরিত্যক্ত স্বামী কার লেখা? [MCQ]
- কখনো রং কখনো সুর কাব্যগ্রন্থটি কার লেখা? [MCQ]