নেকড়ে অরণ্য কার লেখা? [MCQ]

5/5(3 votes)

[Question] নেকড়ে অরণ্য কার লেখা?

(ক)আবু ইসহাক
(খ)আবু রুশদ
(গ)আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ)শওকত ওসমান

উত্তরঃ (ঘ) শওকত ওসমান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

নেকড়ে অরণ্য শওকত ওসমান এর লেখা উপন্যাস ৷ শওকত ওসমানের মোট উপন্যাসের সংখ্যা ১৫টি। এগুলো হল- বনী আদম, পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), জননী (১৯৫৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), নেকড়ে অরণ্য (১৯৭৩), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩),  আর্তনাদ (১৯৮৫), জলাঙ্গী (১৯৮৬), রাজপুরুষ (১৯৯২), রাজসাক্ষী, বেড়ি।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]