[MCQ] জ্যামিতির জনক কে | Father of Geometry

Who is the father of geometry? | প্রিয় ভিউয়ার, জ্যামিতির জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “জ্যামিতির জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Who is the Father of Geometry

[MCQ] প্রশ্নঃ জ্যামিতির জনক কে | Who is the Father of Geometry?

  • ইউক্লিড
  • প্লেটো
  • এরিস্টটল
  • হেরোডোটাস

উত্তরঃ ইউক্লিড

জ্যামিতি শব্দের অর্থ কি?

জ্যামিতি : = জ্যা + মিতি ; জ্যা অর্থে পৃথিবী বা ভূমি । আর মিতি অর্থে পরিমাপ ।

অতি প্রাচীনকাল থেকেই গণিতবিদ্যায় একটি অন্যতম প্রধান শাখা হিসেবে জ্যামিতির আবির্ভাব । ‘ জ্যা ’ মানে পৃথিবী বা ভূমি আর ‘ মিতি ’ মানে পরিমাপ । সুতরাং জ্যামিতি অর্থে ভূ পরিমাপ বা ক্ষেত্র পরিমাপ বোঝায় । প্রাচীন ভারতে এবং মিশরে জমি পরিমাপের প্রয়োজনেই এই শাস্ত্রের সৃষ্টি হয়েছে । ভারতবর্ষে সম্পূর্ণ স্বাধীনভাবে জ্যামিতির চর্চা শুরু হয়েছিল । ভারতের আর্য ঋষিরা যাগ যজ্ঞ করবার সময় নানা ধরনের বেদি তৈরি করেন । এইসব বেদি নির্ভুলভাবে নির্মান করতে নানা সূত্র এবং নিয়ম প্রবর্তিত হতো । ওই নিয়ম ও সূত্রগুলো শুল্কসূত্র নামে পরিচিত ।

জ্যামিতি কাকে বলে?

সংজ্ঞা : গণিত শাস্ত্রের যে শাখায় বস্তু বা পদার্থের আকার , আয়তন , পরিমাপ ও অঙ্কন এবং জমির পরিমাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে । [ Definition: The branch of mathematics which deals with the shape, volume, measurement and drawing of objects or materials and the measurement of land is called geometry. ]

জ্যামিতির ইতিহাস: History of Geometry

গণিতশাস্ত্রের বিভিন্ন শাখাগুলো হলো পাটিগণিত , বীজগণিত , জ্যামিতি , ঘণ জ্যামিতি , স্থানাঙ্ক জ্যামিতি , পরিমিতি ইত্যাদি । এদের মধ্যে জ্যামিতি গণিত শাস্ত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা । পৃথিবীর কোনো দেশে কখন এবং কীভাবে জ্যামিতি শাস্ত্রের সৃষ্টি তা সঠিকভাবে নির্ণয় করা খুবই দুঃসাধ্য ব্যাপার ।

ইউরোপে নবজাগরণের পর যখন আধুনিক বিজ্ঞানের সূত্রপাত হয় তখন থেকেই সমস্ত বিষয়কে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করার প্রয়াস শুরু হয় এবং বিভিন্ন প্রকারের পরিমাপের প্রয়োজন দেখা দেয় । সেই থেকেই হয়তো জ্যামিতি শাস্ত্রটির সূত্রপাত । হিরোডোটাসের মতে ১৯৫৭ খ্রিস্টপূর্ব থেকে ১৪১৬ খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে সিমোথ্রিসের রাজত্বকালে মিশর দেশে প্রজাদের অধিকৃত ভূমির পরিমাপ করার জন্যে শাস্ত্রটির প্রথম সূত্রপাত হয়েছিল ।

প্রথমে জ্যামিতির তথ্যসমূহ লিপিবদ্ধ ছিল না । জ্যামিতি বিষয়ে সর্বপ্রথম বই গ্রিক পণ্ডিত ইউক্লিড রচিত ‘ এলিফেন্টস অব ডিওমেট্রিক ‘ । গ্রিক দার্শনিক ইউক্লিডকে তাই জ্যামিতি শাস্ত্রের জনক[Father of Geometry] বলা হয় । তিনি জ্যামিতি শাস্ত্রের ব্যাপক উন্নতি সাধন করেন । এমনকি মানুষ ইউক্লিড বললে জ্যামিতিকে বুঝত , জ্যামিতি বললে ইউক্লিডকে বুঝত । তিনি তাঁর নিজের বহু বিশিষ্ট যুক্তি ও সিদ্ধান্ত সুসমৃদ্ধ করে Element of Geometry নামক যে গ্রন্থটি উপস্থাপন করেন তা ছিল মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অবদান । গ্রন্থটির ১৩ টি খণ্ড ছিল ।

প্রথম থেকে ষষ্ঠ খণ্ড পর্যন্ত অংশে রেখা , ক্ষেত্রফল , বৃত্ত , সমতলিক ক্ষেত্র সম্পর্কিত আলোচনা রয়েছে । বিজ্ঞানের ইতিহাসে অ – ইউক্লিডীয় জ্যামিতির অগ্রগতি এক যুগান্তকারী ঘটনা । মিশরীয় যুগ থেকে যে সব জ্যামিকি জ্ঞান দ্বারা এবং আরোহী সম্পর্কিত অর্জিত হয়েছিল গ্রিকরা তার উত্তরাধিকারী ছিলেন । গ্রিকরা প্রমাণসিদ্ধ করেছিলেন এবং ইউক্লিড সেগুলোকে আশ্রিত করে নিয়মানুবদ্ধ করে লিপিবদ্ধ করেছিলেন ।

ইউক্লিডীয় জ্যামিতি প্রায় ২০০০ বছর ধরে প্রচলিত । প্রসংগত বলা যায় যে , প্রসিদ্ধ গ্রিক পণ্ডিত থেলস্ প্রাচীন মিশরে শিক্ষা অর্জন করেন এবং জ্যামিতি বিষয়ের ওপর বিশেষ আলোকপাত করেন । তাঁর মৃত্যুর পর তাঁরই সুযোগ্য ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রটির আরো বেশি উন্নতি সাধন করেন । তিনিই প্রথম জ্যামিতিকে যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রতিস্থাপিত করেন । ইউক্লিড জ্যামিতির জনক ৷ Euclid is the Father of Geometry.

  • আধুনিক জ্যামিতির জনক কে?

    উত্তরঃ আধুনিক জ্যামিতির জনক ইউক্লিড কে বলা হয় ৷

  • কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?

    উত্তরঃ মিশরে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয় ৷

5/5(17 votes)
Scroll to Top