Who is the father of social work? | সমাজকর্মের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, সমাজকর্মের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
This Question Also Answes:
- সমাজকর্মের পদ্ধতি কয়টি?
- সমাজকর্মের মৌলিক পদ্ধতি?
- বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত কে?
- সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
- কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
- সমাজকর্মের founding mother কে?
[MCQ] প্রশ্নঃ সমাজকর্মের জনক কে | Who is the father of social work?
সমাজ বিজ্ঞানের প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ সমাজকর্ম বলতে কি বুঝ ?
উ : সমাজকল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হলো পেশাদার সমাজকর্ম/ social work । এটি এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয় । UNO এর মতে , “ সমাজকর্ম এমন এক ধরনের কার্যাবলি যা ব্যক্তি ও তার পরিবেশের মধ্যে সুসামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক সৃষ্টি দ্বারা তাদের সাহায্য করতে চায় । হার্বার্ট বিসনো বলেন , “ সমাজকর্ম হচ্ছে সেই সেবা ব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকরী অংশগ্রহণের ক্ষেত্রে যেসব সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে সেগুলো দূরীকরণে মানুষকে একক কিংবা দলীয়ভাবে সাহায্য করে ।
প্রশ্নঃ সমাজকর্মের বৈশিষ্ট্য সমূহ কি কি।
উ : সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা । এটি সাহায্যকারী পেশা হিসেবে মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে সে আত্মনিয়ন্ত্রণ অধিকার লাভে সুযোগ পায় । সমাজকর্মের বৈশিষ্ট্য হলো
- ১. আধুনিক সমাজকর্মের দৃষ্টিভঙ্গি বিজ্ঞাননির্ভর । এখানে কুসংস্কারের কোনো স্থান নেই ।
- ২. আধুনিক সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো সুসংগঠিত সাহায্য দান পদ্ধতি ৷
- ৩. মানুষকে সক্ষম করে তোলা আধুনিক সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।
- ৪. সমাজকর্ম কার্যক্রম কোনো বিশেষ শ্রেণি বা দলের জন্য নয় । সমাজের সকল শ্রেণি বা দল অর্থাৎ , ছোট – বড় , উঁচু – নিচু , ধনী – গরিব , সাদা এর অন্যতম বৈশিষ্ট্য । কালো প্রভৃতি সকল মানুষের কল্যাণ সাধন করা
- ৫. সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে । কিভাবে বৈষয়িক ও অবৈষয়িক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজই মানুষের সমস্যা সমাধান করা হয় তার ব্যবস্থা করে থাকে সমাজকর্ম ।
প্রশ্নঃ ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও ।
উ : ফ্রিডল্যান্ডারের মতে , “ সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন এক পেশাদার সেবাকর্ম , যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে ।
প্রশ্নঃ সমাজকর্মের মিশন তিনটি কি কি ?
উ : সমাজকর্মের তিনটি মিশন হলো- ১. সেবা বা যত্ন ; ২. নিরাময় এবং ৩. সামাজিক পরিবর্তন ।
প্রশ্নঃ সনাতন সমাজকল্যাণ কি ?
উঃ সনাতন পদ্ধতিতে যেসব সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো তাকে সনাতন সমাজকল্যাণ বলা হয় ।
প্রশ্নঃ উন্নয়নমূলক সমাজকর্ম কি ?
উঃ সমাজ বা পরিবেশকে উন্নয়ন ও সমৃদ্ধশালী করণের মাধ্যমে সমস্যা যাতে উদ্ভব না হয় , তার ব্যবস্থাকরণই উন্নয়নমূলক সমাজকর্ম । যেমন- দারিদ্র্য সৃষ্টির পূর্বে কর্মসংস্থান ।
প্রশ্নঃ সমাজ কর্মের(social work) মূল লক্ষ্য কি ?
উ : সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে সমাজ ও মানুষের সার্বজনীন ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ।
-
সমাজকর্মের পদ্ধতি কয়টি?
উত্তরঃ সমাজকর্মের পদ্ধতি ২টি ৷
-
সমাজকর্মের মৌলিক পদ্ধতি?
উত্তরঃ সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি। যথা-
(১) ব্যক্তি সমাজকর্ম
(২) দল সমাজকর্ম
(৩) সমষ্টি সমাজকর্ম ৷ -
বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তরঃ বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত লিলিয়ান ওয়াল্ডকে বলা হয় ৷
-
ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। যথা:
ক) ব্যক্তি,
খ) সমস্যা,
গ) স্থান বা প্রতিষ্ঠান,
ঘ) পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী এবং
ঙ) সমস্যা সমাধান প্রক্রিয়া। -
কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
উত্তরঃ ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয় ৷
-
সমাজকর্মের founding mother কে?
উত্তরঃ সমাজকর্মের founding mother বলা হয় লরা জেইন এডামস কে ৷