কম্পিউটার প্রোগ্রামিং ভাষা MCQ | programming Bangla MCQ

5/5(1 vote)
কম্পিউটার প্রোগ্রামিং ভাষা MCQ | programming Bangla MCQ

কম্পিউটার প্রোগ্রামিং ভাষা MCQ প্রশ্ন-উত্তর | programming Bangla MCQ

১. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

  • ক) স্টিফেন
  • খ) ম্যাক্সওয়েল
  • গ) জগদীশ চন্দ্র বসু
  • ঘ) অ্যাডা লাভলেস

উত্তরঃ ঘ) অ্যাডা লাভলেসবিস্তারিত..

২. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

  • ক) Pascal
  • খ) Fortran
  • গ) C++
  • ঘ) ল্যামডা ক্যালকুলাস

উত্তরঃ খ) Fortran ৷

৩. কম্পিউটার সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে কি বলা হয়?

  • ক) অপারেটিং সিস্টেম
  • খ) সফটওয়্যার
  • গ) প্রোগ্রাম
  • ঘ) হার্ডওয়ার

উত্তরঃ গ) প্রোগ্রাম

৪. প্রোগ্রাম কি?

  • ক) গণনা কাজের সকল নির্দেশনামা
  • খ) হিসাব নিকাশ
  • গ) কথোপকথন
  • ঘ) কর্মপরিকল্পনা

উত্তরঃ ক) গণনা কাজের সকল নির্দেশনামা

৫. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে?

  • ক) ম্যানেজিং
  • খ) ডিবাগিং
  • গ) এররিং
  • ঘ) কারেক্টিং

উত্তরঃ খ) ডিবাগিং

৬. প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে কি বলে?

  • ক) ডিবাগিং
  • খ) এনকোডিং
  • গ) ডিকোডিং
  • ঘ) কোডিং

উত্তরঃ ক) ডিবাগিং

৭. মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

  • ক) C
  • খ) Java
  • গ) Python
  • ঘ) Algol

উত্তরঃ গ) Python ৷ বিস্তারিত..

৮. প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি?

  • ক) অ্যাসেম্বলি
  • খ) হাই লেভেল
  • গ) ভেরি হাই লেভেল
  • ঘ) মেশিন

উত্তরঃ ঘ) মেশিন

৯. সি প্রোগ্রামিং এর জনক কে?

  • ক) ডেনিস রিচি
  • খ) ড. রেমন সি বারকুইন
  • গ) জন স্ট্রাউস্ট্রাপ
  • ঘ) ড. ই. এফ কড

উত্তরঃ ক) ডেনিস রিচি

১০. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?

  • ক) HTML
  • খ) BASIC
  • গ) Java
  • ঘ) C

উত্তরঃ গ) Java

১১. সি প্রোগ্রামিং ভাষায় switch কি?

  • ক) কী-ওয়ার্ড
  • খ) ভ্যারিয়েবল
  • গ) অপারেন্ড
  • ঘ) ফাংশন

উত্তরঃ ক) কী-ওয়ার্ড

১২. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? [MCQ]

  • ক) Python
  • খ) LISP
  • গ) LOTUS
  • ঘ) ক ও খ উভই

উত্তরঃ ঘ) ক ও খ উভই

১৩. সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে?

  • ক) স্ট্রাকচার্ড
  • খ) ইভেন্ট ড্রাইভেন
  • গ) ভিজুয়্যাল
  • ঘ) অবজেক্ট অরিয়েন্টেড

উত্তরঃ ক) স্ট্রাকচার্ড

১৪. অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক কে?

  • ক) অ্যাডা লাভলেস
  • খ) ম্যাক্সওয়েল
  • গ) স্টিফেন
  • ঘ) জগদীশ চন্দ্র বসু

উত্তরঃ ক) অ্যাডা লাভলেস

১৫. অ্যাডা লাভলেস কোন ধরনের প্রোগ্রামিং এর ধারণা প্রকাশ করেছিলেন?

  • ক) এইচটিএমএল
  • খ) অ্যালগরিদম
  • গ) ভিজুয়াল বেসিক
  • ঘ) গ্রাফিক্স

উত্তরঃ খ) অ্যালগরিদমবিস্তারিত..

১৬. কত সালে সি প্রোগ্রামিং ভাষা তৈরি হয়?

  • ক) ১৯৭২ সালে
  • খ) ১৯৮০ সালে
  • গ) ১৯৮২ সালে
  • ঘ) ১৯৮৫ সালে

উত্তরঃ ক) ১৯৭২ সালে

১৭. C কোন ধরনের প্রোগ্রামিং ভাষা?

  • ক) Law Level language
  • খ) Mid Level Language
  • গ) High Level language
  • ঘ) None of these

উত্তরঃ গ) High Level language

১৮. বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে কি তৈরি করা হয়?

  • ক) ম্যাসেজ
  • খ) ফ্যাক্স
  • গ) অ্যাপস
  • ঘ) ই-মেইল

উত্তরঃ গ) অ্যাপস

১৯. বর্তমানে বিশ্বব্যাপি জনপ্রিয় ছবি সম্পাদনার প্রোগ্রামের নাম কোনটি?

  • ক) এডোবি ওয়ার্ড
  • খ) এডোবি এক্সেল
  • গ) এডোবি ইলাস্ট্রেটর
  • ঘ) এডোবি ফটোশপ

উত্তরঃ ঘ) এডোবি ফটোশপ

২০. C ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলা হয়?

  • ক) অবজেক্ট
  • খ) সোর্স
  • গ) ইউনিকোড
  • ঘ) অ্যাসকি

উত্তরঃ খ) সোর্স ৷

২১. C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?

  • ক) #include <> → main ()
  • খ) # include main→ ()
  • গ) main()→#include
  • ঘ) main ()→#include <>

উত্তরঃ ক) #include <> → main ()

২২. প্রোগ্রামের ভুলকে কী বলে?

  • ক) ডিবাগ
  • খ) বাগ
  • গ) ফ্লোচার্ট
  • ঘ) সুডোকোড

উত্তরঃ খ) বাগ

২৩. একটি প্রোগ্রামের সব ভুলগুলো একসাথে প্রদর্শন করে কোনটি?

  • ক) এসেম্বলার
  • খ) ইন্টারপ্রেটার
  • গ) কম্পাইলার
  • ঘ) ডিবাগিং

উত্তরঃ গ) কম্পাইলার

২৪. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়?

  • ক) চার্লস ব্যাবেজ
  • খ) অ্যাডা লাভলেস
  • গ) স্টিভ জজনিয়াক
  • ঘ) লর্ড বায়রন

উত্তরঃ খ) অ্যাডা লাভলেসবিস্তারিত..

২৫. সি প্রোগ্রামিং-এর ভাষায় বহুল ব্যবহৃত স্টেটমেন্ট কোনটি?

  • ক) Assignment Statement
  • খ) Conditional Statement
  • গ) Control Statement
  • ঘ) if-else-statement

উত্তরঃ গ) Control Statement.

২৬. C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?

  • ক) ১৬ বাইট
  • খ) ৮ বাইট
  • গ) ৪ বাইট
  • ঘ) ২ বাইট

উত্তরঃ গ) ৪ বাইট

২৭. ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?

  • ক) ভিজুয়াল প্রোগ্রামিং
  • খ) স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  • গ) ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  • ঘ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

উত্তরঃ ঘ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ৷

২৮. কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?

  • ক) Fox Pro
  • খ) Oracle
  • গ) Ms-Access
  • ঘ) Power Point

উত্তরঃ ঘ) Power Point

২৯. সিডি-ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়?

  • ক) অটো রান
  • খ) রিড মি
  • গ) সেট আপ
  • ঘ) রিস্টার্ট

উত্তরঃ গ) সেট আপবিস্তারিত..

৩০. পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক?

  • ক) প্রেজেন্টেশন
  • খ) ডেটাবেজ
  • গ) ওয়ার্ড প্রসেসর
  • ঘ) স্প্রেডশীট

উত্তরঃ খ) ডেটাবেজ

৩১. ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

  • ক) Adobe Photoshop
  • খ) Adobe Illustrator
  • গ) Power Point
  • ঘ) Word Processor

উত্তরঃ ক) Adobe Photoshop.

৩২. ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার কমান্ড কোনটি?

  • ক) Open → All Programs → Adobe Illustrator → Adobe Master Collection
  • খ) Open → All Programs → Adobe Master Collection → Adobe Illustrator
  • গ) Start → All Programs → Adobe Illustrator → Adobe Master Collection
  • ঘ) Start → All Programs → Adobe Master Collection  → Adobe Illustrator

উত্তরঃ ঘ) Start → All Programs → Adobe Master Collection  → Adobe Illustrator

৩৩. সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রেগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন ম্যাসেজ প্রদর্শিত হয়?

  • ক) Shutdown
  • খ) Out of Memory
  • গ) Boot Disk Failure
  • ঘ) Hard Disk Not Found

উত্তরঃ খ) Out of Memory.

৩৪. নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম?

  • ক) থ্রিডি স্টুডিও
  • খ) ডিরেক্টর
  • গ) মায়া
  • ঘ) এডোবি ফটোশপ

উত্তরঃ খ) ডিরেক্টরবিস্তারিত..

প্রিয় ভিউয়ার, আপনারা যারা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা MCQ প্রশ্নের উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷